আজকাল ওয়েবডেস্ক: আমডাঙায় ফের চলল গুলি। এবার জমি ব্যবসায়ী তথা প্রাক্তন তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চলার অভিযোগ উঠল। জানা গেছে, আমডাঙা থানার সিকিরা গ্রামের জমি ব্যবসায়ী শেখ ফরিদ হাসান আগে তৃণমূল করতেন। এখন আর রাজনীতির সঙ্গে তাঁর সম্পর্ক নেই। বর্তমানে জমি কেনাবেচার সঙ্গে যুক্ত তিনি। ব্যবসায়ীর অভিযোগ, রবিবার রাত প্রায় ১২টা নাগাদ বাড়ি ফেরার পর তিনি গুলির আওয়াজ পান। ব্যবসায়ীর দাবি, সকালে তিনি দেখেন গাড়ির পিছনে গুলির দাগ রয়েছে। গুলির খোলও উদ্ধার হয় ঘটনাস্থল থেকে। পুলিশের দ্বারস্থ হন তিনি। তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যবসায়ীর দাবি, এর আগেও তাঁকে লক্ষ্য করে দু’বার গুলি চলেছে।
