আজকাল ওয়েবডেস্ক: আইপিএল নিলামে কোনও দল তাঁকে নেয়নি। সেই শার্দূল ঠাকুরই বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধে নিলেন চার উইকেট।
প্রথমে কোনও দল না পাওয়ায় শার্দূল ভেবেছিলেন ইংল্যান্ডে গিয়ে কাউন্টি খেলবেন। এসেক্সের হয়ে খেলার কথা ভেবেছিলেন এই ডানহাতি পেসার। কিন্তু লখনউ পেসার মহসিন খান চোটের জন্য ছিটকে যাওয়ায় ভাগ্য খুলে যায় শার্দূলের। সঞ্জীব গোয়েঙ্কার দল নিয়ে নেয় শার্দূলকে। সিদ্ধান্ত যে সঠিক তা বৃহস্পতি রাতে প্রমাণ করে দিয়েছেন শার্দূল। তবে শার্দূলের জীবন বদলে দেওয়ার পিছনে রয়েছেন জাহির খান।
লখনউ সুপার জায়ান্টসের মেন্টর এখন জাহির। দেশের প্রাক্তন বাঁহাতি পেসারের পরামর্শ সাহায্য করছে শার্দূলকে। শার্দূলের কথায়, ‘মেগা নিলামে কোনও দল আমাকে কেনেনি। তবে ক্রিকেটে এমনটা হতেই পারে। বেশ কয়েকটা দল যদিও পরে খোঁজ নিয়েছিল খেলতে পারব কি না জানতে। লখনউ কিন্তু সবার আগে পৌঁছেছিল। সেই কারণে আমি লখনউকে বেছে নিই। জাহির ব্যক্তিগত ভাবে আমাকে ফোন করেছিল।’
২০২৪–২৫ রঞ্জিতে ৫০৫ রান করেছিলেন শার্দূল। নয় ম্যাচে নেন ৩৫ উইকেট। ৩৩ বছরের শার্দূল দেশের হয়ে ১১টি টেস্ট, ৪৭টি এক দিনের ম্যাচ এবং ২৫টি টি২০ খেলেছেন। কিন্তু ২০২৩ সালের পর আর ভারতীয় দলে সুযোগ পাননি। তাই আইপিএলে ভাল খেলে ফের ভারতীয় দলে ফেরার চেষ্টা করছেনন শার্দূল। তাঁর কথায়, আসল বিষয় হল পারফরম্যান্স।’
আইপিএলে ১০০ উইকেট নেওয়া হয়ে গিয়েছে শার্দূলের। এর আগে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স এবং রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলেছেন শার্দূল।
