আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতের শেফালি ভার্মা মহিলাদের ক্রিকেটে টেস্টে দ্রুততম দ্বিশতরান করার বিশ্বরেকর্ড গড়লেন। চেন্নাইয়ে শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথম দিনে শেফালি ১৯৪ বলে দ্বিশতরান করে এই নজির গড়েন। টস জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম দিনের শেষে ভারত চার উইকেটে ৫২৫ রান তুলেছে। শেফালি ২০৫ রান করেন। এছাড়া স্মৃতি মান্ধানা করেন ১৪৯। রান পান জেমাইমা রডরিগেজ (‌৫৫)‌। প্রথম উইকেটের জুটিতে শেফালি ও স্মৃতি ২৯২ রান তোলেন। এটাই মহিলাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান।