আজকাল ওয়েবডেস্ক:‌ বিশ্বকাপের দুটি সেমিফাইনাল ম্যাচের জন্য আম্পায়ারদের নাম ঘোষণা করল আইসিসি। বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম সেমিফাইনাল ম্যাচে দুই আম্পায়ার থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ ও অস্ট্রেলিয়ার রড টাকার। তৃতীয় আম্পায়ার হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক চতুর্থ আম্পায়ারের দায়িত্ব সামলাবেন। ম্যাচ রেফারির দায়িত্ব সামলাবেন অ্যান্ডি পাইক্রফট।  টাকার তাঁর শততম একদিনের ক্রিকেট ম্যাচে আম্পায়ারিং করবেন।  অন্যদিকে, বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আম্পায়ারের দায়িত্বে থাকবেন ভারতের নীতিন মেনন ও ইংল্যান্ডের রিচার্ড কেটেলসবরো। তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন ক্রিস গাফানি ও মাইকেল গফ। ভারতের জাভাগল শ্রীনাথ ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন। প্রসঙ্গত, নীতিন মেনন এবারই প্রথম বিশ্বকাপে আম্পায়ারিং করছেন।