আজকাল ওয়েবডেস্ক: নির্বাচকরা এবার টেস্ট ক্রিকেটেও দেখতে চান অর্শদীপ সিংকে। এতদিন সীমিত ওভারের ক্রিকেটেই সীমাবদ্ধ ছিলেন তিনি। কিন্তু টি২০ বিশ্বকাপে তাঁর দুরন্ত পারফরম্যান্সের পর বর্ডার–গাভাসকার ট্রফিতে অর্শদীপকে নিতে চাইছেন নির্বাচকরা। প্রসঙ্গত, বিশ্বকাপে সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছিলেন অর্শদীপ।
সূত্রের খবর, ‘অর্শদীপ দেশের মাটিতে ক্রমাগত সাদা বলে দু’দিকেই সুইং করিয়েছেন। নির্বাচকরা তাঁকে দলীপ ট্রফিতে খেলতে বলেছেন। যা শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে। নির্বাচকরা মনে করছেন অস্ট্রেলিয়ায় বুমরার সঙ্গে ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন অর্শদীপ। পাশাপাশি নির্বাচকরা সাদা বলের ক্রিকেটে আরও একজন বাঁহাতি পেসার রাখতে চাইছেন। একারণেই খলিল আহমেদকে জিম্বাবোয়ে পাঠানো হয়েছিল। তাছাড়া শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে ও টি২০ সিরিজেও খলিলকে নেওয়া হয়েছে।’
এদিকে তিলক বর্মা চোট পাওয়ায় শ্রীলঙ্কা সফরে দলে রাখা হয়েছে রিয়ান পরাগকে। নির্বাচকরা মনে করছেন, তাঁর মধ্যে প্রতিভা রয়েছে। খেলায় পরিবর্তনও এনেছেন পরাগ। এখন পরাগকে উইকেটে বেশি সময় কাটানোর দিকে নজর দিতে হবে। পাশাপাশি পরাগ দারুণ ফিল্ডারও বটে।
ইয়র্কার, স্লোয়ার, ডেথ ওভারে বৈচিত্রের জন্য হর্ষিত রানাকেও সুযোগ দেওয়া হয়েছে শ্রীলঙ্কা সফরে।
সূত্রের খবর, ‘অর্শদীপ দেশের মাটিতে ক্রমাগত সাদা বলে দু’দিকেই সুইং করিয়েছেন। নির্বাচকরা তাঁকে দলীপ ট্রফিতে খেলতে বলেছেন। যা শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে। নির্বাচকরা মনে করছেন অস্ট্রেলিয়ায় বুমরার সঙ্গে ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন অর্শদীপ। পাশাপাশি নির্বাচকরা সাদা বলের ক্রিকেটে আরও একজন বাঁহাতি পেসার রাখতে চাইছেন। একারণেই খলিল আহমেদকে জিম্বাবোয়ে পাঠানো হয়েছিল। তাছাড়া শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে ও টি২০ সিরিজেও খলিলকে নেওয়া হয়েছে।’
এদিকে তিলক বর্মা চোট পাওয়ায় শ্রীলঙ্কা সফরে দলে রাখা হয়েছে রিয়ান পরাগকে। নির্বাচকরা মনে করছেন, তাঁর মধ্যে প্রতিভা রয়েছে। খেলায় পরিবর্তনও এনেছেন পরাগ। এখন পরাগকে উইকেটে বেশি সময় কাটানোর দিকে নজর দিতে হবে। পাশাপাশি পরাগ দারুণ ফিল্ডারও বটে।
ইয়র্কার, স্লোয়ার, ডেথ ওভারে বৈচিত্রের জন্য হর্ষিত রানাকেও সুযোগ দেওয়া হয়েছে শ্রীলঙ্কা সফরে।
