আজকাল ওয়েবডেস্ক: কালীপুজো ও ছটপুজো উপলক্ষ্যে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। সঙ্গে ভিড় সামলাতে জোড়া হবে অতিরিক্ত কোচ। এমনটাই জানিয়েছে পূর্ব রেল। তার মধ্যে রয়েছে শিয়ালদহ–দ্বারভাঙ্গা স্পেশাল, শিয়ালদহ–গোরখপুর স্পেশাল, কলকাতা–পাটনা স্পেশাল।
জানা গেছে শিয়ালদহ–দ্বারভাঙ্গা স্পেশাল ১ ও ৮ নভেম্বর চলবে। শিয়ালদহ–গোরখপুর এক্সপ্রেস ৭ অক্টোবর চলবে। কলকাতা–পাটনা স্পেশাল ৩ ও ১০ নভেম্বর চলবে। এছাড়াও ভিড় সামলানোর জন্য ট্রেনগুলিতে অতিরিক্ত কোচ লাগানো হবে।
বৃহস্পতিবার কালীপুজো। এরপরেই আসবে ছটপুজো। বিহারীদের এই অনুষ্ঠানের জন্য আগেভাগেই ব্যবস্থা নিয়ে নিল পূর্ব রেল।
