আজকাল ওয়েবডেস্ক:‌ হ্যারিকেন ‘‌মিল্টন’‌ আছড়ে পড়েছে ফ্লোরিডায়। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে আটটা নাগাদ তীব্র ঘূর্ণিঝড় মিল্টন আছড়ে পড়ে ফ্লোরিডা ও সংলগ্ন অঞ্চলে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। ঘরবাড়ি ভেঙে পড়েছে। গাছ তো বটেই। বহু মানুষ ঘরছাড়া। একাধিক এলাকা জলমগ্ন। এই পরিস্থিতিতে ন্যাশনাল ওশিয়ানিক ও অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (‌এনওএএ)‌ একটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করছে। যে ছবিতে দেখা গেছে, কীভাবে হ্যারিকেন মিল্টন আছড়ে পড়েছে ফ্লোরিডায়।


বৃহস্পতিবার ফুটেজটি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গেছে আটলান্টিক মহাসাগরে তৈরি হওয়া এই তীব্র ঘূর্ণিঝড় দক্ষিণ–পূর্ব দিক বরাবর এসে কীভাবে ফ্লোরিডায় আছড়ে পড়ছে। ক্রমাগত বিদ্যুতের ঝলকানি, তীব্র ঝোড়ো হাওয়া–গোটাটাই ধরা পড়েছে স্যাটেলাইট ক্যামেরায়।


প্রসঙ্গত, ফ্লোরিডার উপকূল সংলগ্ন সিয়েস্টা এলাকায় আছড়ে পড়ে মিল্টন। এটি ক্যাটাগরি ৩ হ্যারিকেনের পর্যায়ে পড়ে বলে জানানো হয়েছে। স্যাটেলাইটে দেখা গেছে, আছড়ে পড়ার পর কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্লোরিডা অঞ্চল।