আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় মহিলা ফুটবল দলের হেড কোচ হলেন সন্তোষ কাশ্যপ। প্রাক্তন মহিলা ফুটবলার চৌবা দেবীর স্থলাভিষিক্ত হলেন তিনি।
কাশ্যপের প্রথম চ্যালেঞ্জ হতে চলেছে মহিলাদের সাফ কাপ টুর্নামেন্ট। যা কাঠমান্ডুতে চলবে ১৭–৩০ অক্টোবর। ২০ সেপ্টেম্বর থেকে ২৯ জন সদস্যকে নিয়ে গোয়ায় শুরু হবে শিবির। প্রাক্তন ভারতীয় ফুটবলার এর আগে আই লিগের বহু দলকে কোচিং করিয়েছেন। তার মধ্যে মোহনবাগান, আইজল এফসি, মুম্বই এফসির মতো দল রয়েছে। ৫৮ বছরের কাশ্যপের আইএসএলেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। নর্থ ইস্টের সহকারী কোচ ছিলেন তিনি।
এছাড়া ওড়িশা এফসির সহকারী কোচ ছিলেন দীর্ঘদিন। এবার জাতীয় দলে কাশ্যপের সহকারী হিসেবে থাকবেন প্রিয়া পিভি। গোলকিপার কোচ করা হয়েছে রঘুবীর প্রবীণ খানোলকারকে।
নতুন দায়িত্ব পেয়ে কাশ্যপ বলেছেন, ‘জাতীয় দলকে কোচিং করানোটা বরাবরই সম্মানের। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে, টেকনিক্যাল কমিটি সহ সবাইকে ধন্যবাদ। এরপরই তাঁর সংযোজন, ‘দলটা বেশ ভাল। টেকনিক্যাল দিক থেকে উন্নতি দরকার।’ এরপরই তাঁর সংযোজন, ‘গতবার সাফে ভাল ফল হয়নি। এবার ভাল ফল করাই লক্ষ্য। তবে সাফ প্রাথমিক লক্ষ্য। আমার আরও বড় পরিকল্পনা রয়েছে। এই দলটাকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী।’
