আজকাল ওয়েবডেস্ক:‌ নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। নিয়োগ মামলায় ইডি গ্রেপ্তার করেছিল শান্তনুকে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের একক বেঞ্চ শর্তসাপেক্ষে শান্তনুকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছে। ১০ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর হয় শান্তনুর। তবে কুন্তল ঘোষের মতো শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে শান্তনুকে। 


বলা হয়েছে, নিম্ন আদালতের এক্তিয়ারভুক্ত এলাকার বাইরে যেতে পারবেন না তিনি। জমা রাখতে হবে পাসপোর্ট। তবে এখনই হুগলির নেতা শান্তনুর জেলমুক্তি হচ্ছে না। কারণ, আগেই সিবিআই আদালত নিয়োগ দুর্নীতির মামলায় তাঁর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে। মঙ্গলবারই বিশেষ সিবিআই আদালতে শান্তনুকে হাজির করানোর কথা। প্রসঙ্গত, সোমবারই সুজয়কৃষ্ণ ভদ্র এবং শান্তনুকে আদালতে হাজির করানোর জন্য আবেদন করেছিল সিবিআই। সেই আবেদন মঞ্জুর করেছে বিশেষ আদালত। মঙ্গলবার দু’জনকে হেফাজতে নেওয়ার আবেদন করতে পারে সিবিআই। 


২০২৩ সালের ১০ মার্চ নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল হুগলির শান্তনুকে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একটি তালিকা উদ্ধার করেছিল ইডি আধিকারিকরা। সেই তালিকায় রাজ্যের ১৭টি জেলার ৩৪৬ জন প্রার্থীর নাম ছিল বলে জানা গিয়েছিল। ইডির চার্জশিটে বলা হয়েছিল, ২৬ জন প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য ১ কোটি ৩৯ লক্ষ পেয়েছিলেন শান্তনু। বিভিন্ন নামে অ্যাকাউন্ট খুলে সেই কালো টাকা সাদা করার চেষ্টা হয় বলে অভিযোগ ওঠে। 


এত দিন পরেও জামিন পেলেও এখনই জেলমুক্তি হচ্ছে না শান্তনুর।