আজকাল ওয়েবডেস্ক:‌ রাজস্থান রয়্যালস ছাড়তে চান। ফ্রাঞ্চাইজিকে নাকি অনুরোধও করেছেন সঞ্জু স্যামসন। এরই মধ্যে রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠান ‘কুট্টি স্টোরিজ উইথ অ্যাশ’–এ রাজস্থান রয়্যালসকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সঞ্জু।


এটা ঘটনা, ক্রিকেট মহলে গত কয়েক দিন ধরে আলোচনার কেন্দ্রে রয়েছেন সঞ্জু। রাজস্থান রয়্যালসের হয়ে আর আইপিএল খেলতে চাইছেন না তিনি। তাঁকে ছাড়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি রাজস্থান কর্তৃপক্ষ। যদিও চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্সের মতো দল সঞ্জুকে পেতে আগ্রহী। এই সবের মধ্যেই অশ্বিনের সঙ্গে নানা বিষয়ে কথা বলেছেন সঞ্জু। নেতৃত্ব নিয়ে কথা বলার সময় তিনি বলেছেন, ‘অধিনায়কত্বের দায়িত্ব ক্রিকেট নিয়ে আমার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। তাতে আমার সিদ্ধান্ত নিতে সুবিধা হয়েছে। ক্রিকেটে সাফল্য পাওয়ার নির্দিষ্ট কোনও পথ নেই। আমার বিশ্বাস নানা ভাবে সাফল্য আসতে পারে। তাই দলের কেউ নতুন কিছু চেষ্টা করার কথা বললে, তাদের পাশে থাকার চেষ্টা করি। সাফল্যের লক্ষ্যে পরীক্ষা–নিরীক্ষাগুলো আমার বেশ দারুণ লাগে।’‌ 


এরপরই সঞ্জু জানিয়েছেন, শিমরন হেটমেয়ারের মতো ক্রিকেটারকে যে কোনও অধিনায়কই দলে চাইবেন। তিনি বলেছেন, ‘রাজস্থানে দারুণ সব ক্রিকেটারদের পেয়েছি সতীর্থ হিসাবে। তবে হেটমেয়ার এক দম আলাদা। রাত ৮টায় ম্যাচ থাকলে ও বিকাল ৫টায় ঘুম থেকে ওঠে। টিম মিটিংয়ের সময় আবার বসে বসে ঘুমোয়। অথচ মাঠে নামলে অন্য রকম। দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রানগুলো করবে। দলকে জিতিয়ে মাঠ ছাড়বে। এ ভাবেও যদি কেউ ম্যাচ জেতাতে পারে ক্ষতি কী?’


রাজস্থান অধিনায়কের কাছে ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার জানতে চান, সুযোগ পেলে জীবনের কোন সিদ্ধান্ত বদলাতে চান? হাসতে হাসতে সঞ্জু বলেছেন, ‘গত বার অশ্বিনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত।’

 

আরও পড়ুন:‌ রোহিত–বিরাটকে নিয়ে আর ভাবতে রাজি নয় বোর্ড!‌ দুই তারকার ক্রিকেট কেরিয়ার তবে শেষ?‌...


প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে রাজস্থানের হয়ে আইপিএল খেলছেন সঞ্জু। ২০১৬ এবং ২০১৭ মরসুমে খেলেন দিল্লি ডেয়ারডেভিলসের (দিল্লি ক্যাপিটালসের আগের নাম) হয়ে। ওই দু’বছর রাজস্থানকে আইপিএল থেকে সাসপেন্ড করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২০১৮ সালে রাজস্থান আইপিএলে ফিরে আসার পর সঞ্জুও ফিরে আসেন পুরনো দলে। ২০২১ সাল থেকে তিনিই অধিনায়ক। তবে ২০২৫ সালটা তাঁর মোটেও ভাল যায়নি। প্রথমদিকে খেলতে পারেননি। পরে শুধু ব্যাটার হিসেবে দলে ছিলেন। অধিনায়কত্ব করেন রিয়ান পরাগ। 

এদিকে শোনা যাচ্ছে, চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে রবিচন্দ্রন অশ্বিনের। হোম ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার পথে। তাঁকে ছেড়ে দিচ্ছে চেন্নাই। ধোনির দলে খেলার পাশাপাশি সিএসকে অ্যাকাডেমির ডিরেক্টর অফ অপারেশনস পদে আছেন অশ্বিন। সেই পদ থেকেও ইস্তফা দেবেন তারকা স্পিনার। যাতে ভবিষ্যতে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলে স্বার্থের সংঘাত না হয়। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, নিজের সিদ্ধান্ত সিএসকে ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন অশ্বিন। যদিও এর আসল কারণ এখনও জানা যায়নি। সম্প্রতি প্লেয়ারদের সঙ্গে বৈঠকে বসে চেন্নাইয়ের ম্যানেজমেন্ট। সেই মিটিংয়ে ছিলেন এমএস ধোনি এবং ঋতুরাজ গায়কোয়াড়।