আজকাল ওয়েবডেস্ক: ২৪ লাখ টাকা জরিমান হল সঞ্জু স্যামসনের। একে তো গুজরাটের কাছে হার। তার উপর স্লো ওভাররেটের জন্য রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনের ২৪ লাখ টাকা জরিমানা হল।
চলতি আইপিএলে এই নিয়ে দু’বার স্লো ওভাররেটের কবলে পড়ল রাজস্থান। এর আগে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে স্লো ওভাররেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছিল অধিনায়ক রিয়ান পরাগের। একই কাণ্ড দু’বার ঘটনায় এবার সঞ্জু স্যামসনের হল ২৪ লাখ টাকা জরিমানা।
আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দলের প্রথম একাদশে খেলা বাকি ক্রিকেটারদের (ইমপ্যাক্ট প্লেয়ার সহ ) দিতে হবে ৬ লক্ষ টাকা করে জরিমানা। নতুবা ম্যাচ ফি’র থেকে কাটা হবে ২৫ শতাংশ। যেটা কম সেটাই জরিমানা ধার্য হবে।’
জরিমানার পাশাপাশি ম্যাচটাও বড় ব্যবধানে হেরেছে রাজস্থান। আমেদাবাদে প্রথমে ব্যাট করে গুজরাট তুলেছিল ২১৭/৬। সাই সুদর্শন করেন ৮২। বাটলার (৩৬), শাহরুখ খান করেন ৩৬। রাহুল তেওয়াটিয়া ২৪ রানে অপরাজিত থাকেন। জবাবে রাজস্থান থেমে যায় ১৫৯ রানে। স্যামসন করেন ৪১। পরাগ ৫৬। মিডল অর্ডারে হেটমেয়ার করেন ৫২। কিন্তু তা দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। গুজরাট পেসার প্রসিধ কৃষ্ণা নেন তিন উইকেট। রশিদ খান ও সাই কিশোর নেন দু’টি করে উইকেট।
৫ ম্যাচে ৪ ম্যাচ জিতে গুজরাট আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে। আর রাজস্থান রইল সাতে।
