আজকাল ওয়েবডেস্ক: পার্থ টেস্টে নেই রোহিত শর্মা। চোটের জন্য প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন শুভমান গিলও। এই পরিস্থিতিতে যশস্বী জয়সোয়ালের সঙ্গে ওপেন করবেন কে? অনেকেই বলছেন লোকেশ রাহুলের কথা। কিন্তু প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকারের মতে, রাহুলের এখন যা ফর্ম তাতে ওপেন না করাই উচিত।
সূত্রের খবর, কোচ গম্ভীর চান রাহুলই ওপেন করুন। কিন্তু এখনও তিনি এই সিদ্ধান্তে সিলমোহর দেননি। অভিমন্যু ঈশ্বরনও ওপেন করতে পারেন। তবে সেই সম্ভাবনা ক্ষীণ। কারণ বাংলার ওপেনারের প্রথম একাদশে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কারণ অনুশীলনে সেরকমই ইঙ্গিত মিলেছে।
মঞ্জরেকারের কথায়, ‘লোকেশ রাহুলকে দিয়ে ওপেন করানোটা ভুল হবে। ক্রিকেটার হিসেবে ওকে পছন্দ করি। প্রতিভা আছে। কিন্তু এই মুহূর্তে রাহুলের যা ফর্ম তাতে পার্থে ওপেন না করানোই ভাল।’ এই মুহূর্তে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। তাই শুরুতে আউট হয়ে গেলে ভারত চাপে পড়বে। কারণ প্রথম তিন জন ব্যাটার সিরিজে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।’
টেস্টে ওপেনার হিসেবে রাহুলের গড় মাত্র ৩৪। ভারত এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ দলের হয়ে ওপেন করে রান পাননি। তাই মঞ্জরেকার চান রাহুল মিডল অর্ডারে ব্যাট করুক। বল নরম হয়ে গেলে রাহুলের খেলতে সুবিধা হবে। সেক্ষেত্রে লোয়ার মিডল অর্ডার ব্যাটারদের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়তে পারবেন রাহুল। মঞ্জরেকারের সংযোজন, ‘দক্ষিণ আফ্রিকায় মিডল অর্ডারে রাহুল ভাল ব্যাট করেছিল। এখানে কোকাবুরা বলে খেলা হবে। দক্ষিণ আফ্রিকায় নরম হয়ে যাওয়া কোকাবুরা বলে মিডল অর্ডার রাহুল রান পেয়েছিল। তাই রাহুলকে মিডল অর্ডারেই খেলানো উচিত।’
এমনকী প্রথম টেস্টে ভারতের দল কেমন হওয়া উচিত তারও একটা আন্দাজ দিয়েছেন মঞ্জরেকার। বলেছেন, প্রথম একাদশে থাকুক ঈশ্বরন, যশস্বী, ধ্রুব জুড়েল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রাহুল, জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, বুমরা ও সিরাজ।
