আজকাল ওয়েবডেস্ক: কোচের নাম ঘোষণায় বিলম্ব। টি২০ বিশ্বকাপ জেতার পরেই দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়েছে। বিসিসিআই সচিব জয় শাহ কিছুদিন আগেই জানিয়েছিলেন, নতুন কোচ দায়িত্ব নেবেন শ্রীলঙ্কা সফর থেকে। ইন্টারভিউয়ের পর বোর্ডের মাথায় রয়েছে গম্ভীর ও ডবলিউ ভি রমনের নাম।
জিম্বাবোয়ে সফরে দল নিয়ে গেছেন এনসিএ প্রধান লক্ষ্মণ। এখন শোনা যাচ্ছে কোচের নাম ঘোষণায় কিছুটা দেরি হতে পারে। সূত্রের খবর, গম্ভীরের সঙ্গে টাকাপয়সা সংক্রান্ত বিষয়ে এখনও আলোচনা চলছে বোর্ডের। পাশাপাশি গম্ভীর একাধিক শর্ত দিয়েছেন বোর্ডকে। তার মধ্যে অন্যতম স্বাধীনভাবে দল চালাতে চান তিনি। অর্থাৎ বিসিসিআই কর্তাদের হস্তক্ষেপ তিনি মেনে নেবেন না। দ্বিতীয়ত, নিজের পছন্দ অনুযায়ী সাপোর্ট স্টাফ তিনি বেছে নেবেন। তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত রোহিত, বিরাট, সামি, জাদেজাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দিতে হবে অগ্নিপরীক্ষা। ভাল করলে ঠিক আছে। নইল ওই টুর্নামেন্টের পর নতুনদের নিয়ে তিনি এগিয়ে যাবেন। চতুর্থ টেস্ট ও সাদা বলের ক্রিকেটের জন্য আলাদা আলাদা দল তৈরি করতে চান গম্ভীর। পঞ্চম, ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে দল নির্বাচন করতে চান তিনি। সেভাবেই দলকে নিয়ে পরিকল্পনা করবেন তিনি।
তাই টাকা নিয়ে দর কষাকষির পাশাপাশি গম্ভীরের শর্তগুলোও মাথায় রাখতে হচ্ছে বোর্ডকে।
জিম্বাবোয়ে সফরে দল নিয়ে গেছেন এনসিএ প্রধান লক্ষ্মণ। এখন শোনা যাচ্ছে কোচের নাম ঘোষণায় কিছুটা দেরি হতে পারে। সূত্রের খবর, গম্ভীরের সঙ্গে টাকাপয়সা সংক্রান্ত বিষয়ে এখনও আলোচনা চলছে বোর্ডের। পাশাপাশি গম্ভীর একাধিক শর্ত দিয়েছেন বোর্ডকে। তার মধ্যে অন্যতম স্বাধীনভাবে দল চালাতে চান তিনি। অর্থাৎ বিসিসিআই কর্তাদের হস্তক্ষেপ তিনি মেনে নেবেন না। দ্বিতীয়ত, নিজের পছন্দ অনুযায়ী সাপোর্ট স্টাফ তিনি বেছে নেবেন। তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত রোহিত, বিরাট, সামি, জাদেজাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দিতে হবে অগ্নিপরীক্ষা। ভাল করলে ঠিক আছে। নইল ওই টুর্নামেন্টের পর নতুনদের নিয়ে তিনি এগিয়ে যাবেন। চতুর্থ টেস্ট ও সাদা বলের ক্রিকেটের জন্য আলাদা আলাদা দল তৈরি করতে চান গম্ভীর। পঞ্চম, ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে দল নির্বাচন করতে চান তিনি। সেভাবেই দলকে নিয়ে পরিকল্পনা করবেন তিনি।
তাই টাকা নিয়ে দর কষাকষির পাশাপাশি গম্ভীরের শর্তগুলোও মাথায় রাখতে হচ্ছে বোর্ডকে।
