আজকাল ওয়েবডেস্ক:‌ ২০০৪ সাল। মুলতান টেস্ট। পাকিস্তানের বিরুদ্ধে ছিল খেলা। ওই ম্যাচেই কোনও ভারতীয় টেস্ট ক্রিকেটে প্রথম ৩০০ রান করেছিলেন। তিনি বীরেন্দ্র শেহবাগ। করেছিলেন ৩০৯ রান। যা সবার মনে আছে। ওই টেস্টের আরও একটি ঘটনা সবার মনে রয়েছে। শচীন তেন্ডুলকার করেছিলেন অপরাজিত ১৯৪। তখন দলের অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। ভারতের রান যখন ৬৭৫/‌৫, তখন ইনিংস ডিক্লেয়ার করে দেন দ্রাবিড়। ওই সময় শচীন ১৯৪ রানে ছিলেন উইকেটে। দ্রাবিড়ের ওই সিদ্ধান্তের পর বেশ বিরক্ত হয়েছিলেন শচীন। নিশ্চিত ২০০ করার সুযোগ হাতছাড়া হয়েছিল। দ্রাবিড়ের ওই সিদ্ধান্তের সমালোচনা প্রাক্তন ক্রিকেটার থেকে ক্রিকেটপ্রেমীরা করেছিলেন।

 

 

খোদ শচীন যে কতটা অখুশি হয়েছিলেন তা এতদিনে জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি বলেন, ‘‌আমি ড্রেসিংরুমে ছিলাম। কিন্তু কথোপকথনের অংশ ছিলাম না। সত্যি বলতে এই বিষয়ে ঢোকার চেষ্টাও করিনি। কারণ তখন একদম নতুন ছিলাম। তবে মনে হয় ওই প্রথম শচীনকে অখুশি দেখেছিলাম। শচীনকে কখনও মাথা গরম করতে দেখিনি। কিন্তু ওইদিন শচীন সত্যিই বিরক্ত ছিল। কিছু জিনিস ঠিক ছিল না।’‌ 
তবে সিদ্ধান্ত যে একা দ্রাবিড়ের ছিল না এটাও জানাতে ভোলেননি চোপড়া। ড্রেসিংরুমে তখন সৌরভ গাঙ্গুলিও ছিলেন। তবে ওই টেস্টে সৌরভ দলে ছিল না। চোপড়ার কথায়, ‘‌রাহুল ভাই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ওই সময় সৌরভ (‌দাদা)‌ ড্রেসিংরুমে ছিল। তাই মনে হয় সিদ্ধান্তটা অনেকে মিলেই নেওয়া হয়েছিল। একা অধিনায়কের সিদ্ধান্ত ছিল না।’‌ যদিও ওই টেস্টের পর দ্রাবিড় জানিয়েছিলেন, তিনি যদি বুঝতে পারতেন ম্যাচটা চারদিনে শেষ হয়ে যাবে, তাহলে হয়ত আরও একটু পরে ডিক্লেয়ার করতেন।