আজকাল ওয়েবডেস্ক:‌ একাই একশো। তিনি জসপ্রীত বুমরা। লিডস টেস্টে প্রথম ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। ক্যাচ না পড়লে সংখ্যাটা আরও বাড়ত। আর তাই ভারতের ফিল্ডিং নিয়ে খুশি নন শচীন তেন্ডুলকার। শচীন মনে করেন, বুমরা ৯ উইকেট নিতে পারতেন। কিন্তু ক্যাচ ফস্কানোর খেসারত দিতে হয়েছে তাঁকে।
হেডিংলেতে তৃতীয় দিনের খেলা শেষে সোশাল মিডিয়ায় শচীন লেখেন, ‘‌বুমরা তোমাকে শুভেচ্ছা। তুমি ও তোমার ৯ উইকেটের মাঝে দেওয়াল হয়ে দাঁড়াল একটা নো–বল ও তিনটে ক্যাচ মিস।’‌


ইংল্যান্ডের ইনিংসের প্রথম ওভারেই জ্যাক ক্রলিকে বোল্ড করেন বুমরা। প্রথম স্পেলে তাঁর বলে দু’বার আউট হতে পারতেন বেন ডাকেট। কিন্তু দু’বারই তাঁর ক্যাচ পড়ে। একবার যশস্বী জয়েসওয়াল ও একবার রবীন্দ্র জাদেজা ক্যাচ ছাড়েন। পরে তাঁর বলে ওলি পোপের ক্যাচ ফেলেন যশস্বী।


দ্বিতীয় দিনের শেষ ওভারে হ্যারি ব্রুককে শূন্য রানের মাথায় আউট করেছিলেন বুমরা। কিন্তু নো বল করেন তিনি। ফলে সেই উইকেটও হাতছাড়া হয়। সেই কারণেই শচীন বলেছেন ৯ উইকেট নিতে পারতেন বুমরা। কিন্তু সুযোগ নষ্ট না হলে বুমরা ৭ উইকেট নিতে পারতেন। কারণ, ডাকেটের ক্যাচ দু’বার পড়েছে। শেষ পর্যন্ত বুমরার বলেই আউট হয়েছেন ডাকেট। অর্থাৎ, পোপ ও ব্রুকের উইকেট হাতছাড়া হয়েছে তাঁর।


ইংল্যান্ডের প্রথম ইনিংসে ২৪.৪ ওভার বল করেছেন বুমরাহ। ৮৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। টেস্ট কেরিয়ারে মোট ১৪ বার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন বুমরা। তার মধ্যে ১২ বার বিদেশের মাটিতে। একমাত্র কপিল দেব বিদেশের মাটিতে টেস্টে ১২ বার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন। কপিলের নজির স্পর্শ করেছেন বুমরা।