আজকাল ওয়েবডেস্ক:‌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে গেলে কোভিড টেস্ট মাস্ট। করাতে হবে আরটিপিসিআর টেস্ট। মন্ত্রীদের জন্য এমনই নির্দেশিকা জারি করা হল। 


প্রসঙ্গত, দেশে করোনা ফের মাথাচাড়া দিচ্ছে। আক্রান্ত সাত হাজারের বেশি। চিকিৎসকদের চিন্তায় ফেলেছে দিল্লির করোনা পরিস্থিতি। এই পরিস্থিতিতে মোদির সঙ্গে সাক্ষাতের নতুন শর্ত প্রকাশ্যে এল। সূত্রের খবর, বুধবার সন্ধেয় প্রধানমন্ত্রীর বাসভবনে দলীয় বিধায়কদের সঙ্গে নিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যাওয়ার কথা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর। থাকবেন সাত জন সাংসদও। এ ছাড়াও সব রাজ্যের বিজেপি নেতৃত্বকে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলিয়ে প্রায় ৭০ জন বিজেপি নেতানেত্রীর বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়ার কথা। যাওয়ার কথা অরবিন্দ কেজরিওয়ালেরও। তবে তার আগে সকলকেই কোভিড পরীক্ষা করাতে হচ্ছে। সূত্রের খবর, কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তবেই মিলবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ছাড়পত্র।


প্রসঙ্গত, দিল্লি বিধানসভায় জয়ের পর মোদি রাজ্যস্তরের নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। তবে প্রত্যেককেই কোভিড টেস্ট করিয়েই নৈশভোজে অংশ নিতে হবে।


এটা ঘটনা, নতুন করে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে আক্রান্ত ৬৬ জন। আর আক্রান্ত এখনও অবধি ৭৫৭। এই পরিস্থিতিতে মোদির সঙ্গে দেখা করতে চাইলেই কোভিড টেস্ট করা হল বাধ্যতামূলক।