আজকাল ওয়েবডেস্ক: কোনওকিছুই মনে রাখতে পারেন না। এবিষয়ে রীতিমতো সুনাম রয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মার। টিমমেটরা অনেকেই এই বিষয়ে হাসি ঠাট্টা করেন। বিরাট তো মজার মজার কাহিনীও বলেছেন একাধিক ইন্টারভিউতে। এবার তো একধাপ এগিয়ে বলে দিয়েছেন, জিনিসও ঠিকঠাক জায়গায় রাখেন না রোহিত। ফলে হারিয়ে ফেলেন। পরে আর মনে করতে পারেন না।
ভারতীয় ক্রিকেট বোর্ড সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও চ্যাট শেয়ার করেছে। সেখানে কথা বলতে দেখা গিয়েছে বিরাট ও গম্ভীরকে। যেখানে গম্ভীর বলছেন, ‘বিরাট তাহলে পরবর্তী অতিথি রোহিত তো? তুমি কী প্রশ্ন করতে চাও? প্রথম প্রশ্নটা কী হতে পারে?’ বিরাট হাসতে হাসতে বলেন, ‘একটা সহজ প্রশ্ন রোহিতকে করা যেতে পারে। সকালে ভেজানো বাদাম খাও কিনা?’ এরপর হাসতে হাসতে গম্ভীর জবাব দেন, ‘এটাই ভাল হবে। তাহলেই রোহিত সকাল ১১ টায় চলে আসবে। নাহলে হয়ত রাত এগারোটায় হাজির হয়ে যেতে পারে।’ এরপরই গম্ভীর যোগ করেন, ‘আবার সকাল ১১টার জায়গায় রাত এগারোটায় চলে আসার সম্ভাবনাও থেকে যায়।’ তাহলে এই প্রশ্নটাই রোহিতকে করা যায়। এই ছিল দু’জনের কথোপকথন।
এদিকে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত–বাংলাদেশ টেস্ট। চিপকে তিন স্পিনারে খেলার সম্ভাবনা ভারতের। সঙ্গে থাকবে দুই পেসার। অলরাউন্ডার হিসেবে থাকবেন জাদেজা ও অশ্বিন। তবে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশও বেশ আত্মবিশ্বাসী। তাই একটা উত্তেজক সিরিজের সম্ভাবনা থেকে যাচ্ছে।
