আজকাল ওয়েবডেস্ক:‌ এখন তিনি আর অধিনায়ক নন। তবে দায়িত্ব বদলায়নি। দলকে জেতানোর জন্য এখনও নিজের সেরাটাই দিতে চান রোহিত শর্মা।
গতবার আইপিএলেই আর রোহিতকে অধিনায়ক রাখেনি মুম্বই। হার্দিককে সেই দায়িত্ব দেওয়া হয়। কিন্তু গতবার হার্দিক একেবারেই প্রভাব বিস্তার করতে পারেননি। দর্শকদের বিদ্রুপও শুনতে হয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। হার্দিক জাতীয় দলের হয়ে দুর্দান্ত খেলেছেন। এবার আইপিএলে ছন্দের অপেক্ষা।


কিন্তু রোহিত?‌ তাঁর নেতৃত্বে মুম্বই পাঁচবার আইপিএল জিতেছে। ব্যাট হাতে এবার দলকে ষষ্ঠ ট্রফি দিতে চান রোহিত। তাঁর নেতৃত্বে ২০১৩ থেকে ২০২০ সালের মধ্যে পাঁচবার ট্রফি জেতে মুম্বই। 


২০১৩ সালে মাঝপথেই রিকি পন্টিংয়ের জায়গায় অধিনায়ক হন রোহিত। সেবারই প্রথম ট্রফি জেতে মুম্বই। মুম্বইয়ের এই পাঁচবার শিরোপা জয়ে রোহিত ছাড়াও বড় অবদান পোলার্ড, সূর্য, হার্দিক, বুমরাদের রয়েছে। সেই রোহিত এবার বলছেন, ‘‌অনেক কিছুই বদলেছে এই কয়েক বছরে। একসময় মিডল অর্ডারে ব্যাট করতাম। এখন ওপেন করি। তখন অধিনায়ক ছিলাম। এখন নই। অনেক সতীর্থই এখন আর ক্রিকেট খেলে না। সাপোর্ট স্টাফের অংশ হয়ে গিয়েছে। তাই ভূমিকা যেমন বদলেছে। অনেক কিছু বদলেও গিয়েছে। কিন্তু মানসিকতা একই রয়ে গেছে।’‌ এরপরই রোহিতের সংযোজন, ‘‌দলের জন্য আমার ভূমিকা এখনও বদলায়নি। রান করাই লক্ষ্য। কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ আগেও বের করেছি। এবারও করতে হবে।’‌ 


প্রসঙ্গত, চেন্নাই ম্যাচে রান পাননি রোহিত। ফিল্ডিং করেননি। তাঁর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামেন পুথুর। নেন তিন উইকেট।