আজকাল ওয়েবডেস্ক:‌ এডিলেডে সুযোগ পাবেন রোহিত শর্মা?‌ প্রশ্ন উঠছে। পারথে রান পাননি। রান বিরাটও পাননি। অনেকেই বলছেন, দ্বিতীয় ওয়ানডে’তে রোহিতের জায়গা সুরক্ষিত নয়। এক ভিডিও ভাইরাল হওয়ার পর এ ব্যাপারে জল্পনা আরও বেড়েছে।


এডিলেডে, দ্বিতীয় ওয়ানডে’র আগে রোহিত এবং যশস্বীকে একসঙ্গে দেখা যায়। ভিডিওয় দেখা যায়, যশস্বীকে কিছু টিপস দিচ্ছেন হিটম্যান। তাঁকে যশস্বীর পাশে দাঁড়িয়ে শ্যাডো করতেও দেখা যায়। ভবিষ্যতের তারকার জন্য রোহিতের এই উদ্যোগ প্রশংসিতও হয়েছে। উল্লেখ্য, চলতি বছর জানুয়ারিতে নাগপুরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় যশস্বীর। এরপর ওয়ানডে’তে মাঠে নামেননি মুম্বইয়ের এই তরুণ বাঁ–হাতি ওপেনার। ক্রিকেটমহলের একাংশের দাবি, রোহিত নয়, এবার শুভমানের ওপেনিংয়ের সঙ্গী হোক যশস্বী। 


বুধবার এডিলেডে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সীতাংশু কোটাক উপস্থিত ছিলেন। তাঁকে জিজ্ঞেস করা হয়, দ্বিতীয় ওয়ানডে’তে যশস্বী সুযোগ পাবেন কি না। উত্তরে সীতাংশু বলেন, ‘‌ও স্কোয়াডে রয়েছে। অনুশীলন করছে। ওরা জানে, ওদেরও পালা আসবে। দিনের শেষে ১১ জনই দলে সুযোগ পাবে। তাই দলে সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে।’‌

 
এটা ঘটনা, পারথে ৮ রানে আউট হয়েছিলেন রোহিত। প্রত্যাবর্তনের অগ্নিপরীক্ষার প্রথম ধাপে ব্যর্থ হয়েছেন তিনি। তবে মঙ্গলবার দেখার মতো ছিল রোহিতের ট্রেনিং। এটা ঘটনা যে, তাঁর ক্ষেত্রেও বার কয়েক বল ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। কিন্তু বেশিরভাগ সময়ই প্রাক্তন ভারত অধিনায়ককে দারুণ ছন্দে দেখিয়েছে। নেটে গায়ের জোরে বল ওড়ানোর চেয়েও টাইমিংয়ে বেশি মন দিয়েছিলেন হিটম্যান। চলতি সফরে বেশ চুপচাপই থাকতে দেখা যাচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ককে। তিনি আর গিল এ দিন কয়েকটা টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করছিলেন। প্রসঙ্গত, পারথে হার্ড লেংথ থেকে চকিত বাউন্স আদায় করে দুই ভারতীয় ওপেনারকে বিপদে ফেলেছিলেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড। কীভাবে তা রোখা যায়, তা নিয়ে পরিশ্রম করতে দেখা গিয়েছে রোহিতকে। এখন দেখার, দ্বিতীয় ওয়ানডে’তে সুযোগ পান কি না হিটম্যান।