আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে অবশেষে রানে ফিরেছেন রোহিত শর্মা। চেন্নাইয়ের বিরুদ্ধে ৪৫ বলে ৭৬ করেছেন। এবারের আইপিএলে রোহিতকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই রোহিত রানে ফেরার পর বলছেন, বিকল্প ক্রিকেটারের ভূমিকাটা মোটেও সহজ ছিল না তাঁর কাছে।
ফিল্ডিংয়ের সময় মাঠের বাইরে ২০ ওভার বসে থাকা। তারপর ব্যাটিংয়ের সময় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ওপেন করতে নামা। শুরুর দিকে সমস্যা হলেও এখন পরিস্থিতির সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন রোহিত।
শুরুর দিকে রানই পাচ্ছিলেন না রোহিত। তিনি রানে ফেরায় স্বস্তিতে মুম্বই শিবির। আর রোহিতও রানে ফেরার পর বার্তা দিয়েছেন অধিনায়ক হার্দিককে। বলেছেন, ‘এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি। প্রথম দু’তিনটে ওভারে এটা খুব একটা পার্থক্য তৈরি করে না। কিন্তু ১৭ বছর খেলার পর শুরুর দিকে একটা সমস্যা হচ্ছিল। কিন্তু সেটা বড় বিষয় নয়। দল যেটা চেয়েছে সেটা অবশেষে সফলভাবে করতে পারলাম।’
ওয়াংখেড়েতে রোহিতের নামে স্ট্যান্ড তৈরি হয়েছে। এই প্রশ্নের জবাবে হিটম্যান বলেছেন, ‘এসব নিয়ে ভাবতেই রাজি নই। মাঠে গিয়ে খেলা শেষ করে আসাই লক্ষ্য থাকে। সেটাই সবচেয়ে স্বস্তিদায়ক। আমরা দল হিসেবে ঠিক সময়ে পিক করতে শুরু করেছি। টানা তিনটি ম্যাচ জিতেছি। এটা দারুণ ব্যাপার। তাছাড়া এই ওয়াংখেড়েতে খেলেই তো বড় হয়েছি। তাই মাঠটা বরাবরই স্পেশাল।’
