আজকাল ওয়েবডেস্ক: আইপিএল চলাকালীনই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেন রোহিত শর্মা। যদিও বর্ডার গাভাসকার ট্রফিতে চরম ব্যর্থ হওয়ার পরও ইংল্যান্ড সিরিজে যেতে চেয়েছিলেন রোহিত। রঞ্জি ট্রফিও খেলেছিলেন। কিন্তু আইপিএল চলাকালীন আচমকাই তিনি অবসর নিয়ে ফেলেন। তার কিছুদিন পর টেস্ট ক্রিকেটকে গুডবাই জানান বিরাট কোহলিও।
জানা গেছে, রোহিতের এই সিদ্ধান্ত তাঁর বন্ধুরাই শুধু নয়, বাবাও ভীষণ দুঃখ পেয়েছিলেন। মুম্বইতে এক অনুষ্ঠানে সেই বিষয়েই কথা বলেছেন রোহিত। বলেছেন, ‘আমার বাবা পরিবহন দপ্তরে কাজ করতেন। বাবা আমাদের বড় করার জন্য অনেক আত্মত্যাগ করেছেন। তবে বাবা প্রথমদিন থেকেই ছিলেন টেস্ট ক্রিকেটের ভক্ত। তিনি আধুনিক যুগের ক্রিকেট একদমই পছন্দ করেন না। এখনও মনে আছে ওয়ানডে ক্রিকেটে যেদিন ২৬৪ করেছিলাম। বাবা বলেছিলেন ঠিক আছে। ভাল খেলেছো। কিন্তু বাবার কোনও উত্তেজনা ছিল না।’ এরপরই রোহিতের সংযোজন, ‘টেস্ট ৩০, ৪০, ৫০ কিংবা ৬০ রানের ইনিংস খেললেও বাবা তা নিয়ে বিস্তারিত কথা বলত। টেস্টের প্রতি বাবার ভালবাসা ছিল এরকমই। আর তাই টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত শুনে বাবা প্রথমে হতাশই হয়েছিলেন। পরে যদিও বলেছিলেন ঠিক আছে।’
রোহিত আরও বলেন, ‘বাবা আমাকে লাল বলের ক্রিকেট অনেক খেলতে দেখেছেন। স্কুল ক্রিকেট থেকে শুরু করে অনূর্ধ্ব ১৯, রঞ্জি, দলীপ ট্রফি, ইরানি কাপ, ভারত এ দলের হয়ে লাল বলে খেলেছি। তারপর তো টিম ইন্ডিয়া। তাই লাল বলের ক্রিকেটে বাবা উৎসাহ পেতেন। তাই আমার অবসরের সিদ্ধান্তে বাবা একটু হতাশই হন। তবে এর পাশাপাশি খুশিও হয়েছিলেন। যদিও বারবার বলব বাবা না থাকলে হয়ত এই জায়গায় আসতে পারতাম না।’
