আজকাল ওয়েবডেস্ক:‌ ভয়ডরহীন, ডাকাবুকো ক্রিকেটেই বিশ্বাসী তিনি। আর সেটাই করে যেতে চান। সে হারলেই বা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে হারের পর জানিয়ে দিয়েছেন রোহিত শর্মা। 
আক্রমণাত্মক ক্রিকেটই পছন্দ রোহিতের। খেলা শেষের পর রোহিত জানান, ‘‌আক্রমণাত্মক ব্যাট করেই ৬৪ রান করেছি। ওটাই আমার খেলার স্টাইল। জানি ওভাবে খেলতে গেলে আউট হওয়ার ঝুঁকি থাকে। তাতে আমি ভয় পাই না। আমার খেলার ধরন বদলাবে না। পরের ম্যাচেও একই ভাবে খেলব। তাতে যাই রান করি না কেন।’‌ 




ভারত ভাল খেলতে পারেনি। তাই হারতে হয়েছে। স্বীকার করেছেন রোহিত। এই সিরিজ আর জেতা সম্ভব নয়। বুধবার শেষ ম্যাচ জিতলে ড্র হতে পারে। নইলে শ্রীলঙ্কা জিতে যাবে। রোহিতের কথায়, ‘‌ম্যাচ হারার যন্ত্রণা থাকেই। গোটা ম্যাচে ধারাবাহিকতা দেখাতে পারিনি। তবে কোনও কোনও ম্যাচে এমন হতে পারে। সার্বিকভাবে দিনটা আমাদের ছিল না।’‌ কলম্বোর পিচে ব্যাট করা যে কঠিন তা স্বীকার করে নিয়েছেন রোহিত। সঙ্গে স্পিনাররা পাচ্ছিলেন সাহায্য। রোহিতের কথায়, ‘‌এই ধরনের পিচে তাড়াতাড়ি মানিয়ে নিতে হয়। আমরা ভেবেছিলাম বাঁহাতি এবং ডানহাতি জুটি হলে স্ট্রাইক পরিবর্তন করা সহজ হবে। আমি ৬৪ রান করতে পেরেছি, কারণ ঝুঁকি নিয়ে ব্যাটিং করছিলাম। কিছু কিছু সময় এটার দরকার হয়। তবে এই পিচে রান করা কঠিন। মাঝের ওভারে রান করা খুজ সহজ ছিল না। পাওয়ার প্লে–তে তাই ঝুঁকি নিতে হয়েছে।’‌