আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতের পরবর্তী অধিনায়ক কে হবেন?‌ রোহিত দিলেন জবাব। প্রসঙ্গত, রোহিত নিজেই শনিবার জানান, রানে নেই বলেই তিনি সিডনি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। এরপর ধারাভাষ্যকার রোহিতকে জিজ্ঞাসা করেন, ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে কাকে দেখতে চান?‌ কে হতে পারেন টিম ইন্ডিয়ার পরবর্তী অধিনায়ক?‌ রোহিত জবাবে বলেন, ‘‌এটা বলা খুব কঠিন। অনেকেই রয়েছে। কিন্তু সবার আগে ক্রিকেটের গুরুত্বটা বুঝতে হবে। অধিনায়কের গুরুত্ব বুঝতে হবে। দলে অনেকেই নতুন এসেছে। প্রত্যেকেই দায়িত্ববান। কিন্তু জায়গাটা নিজেকেই অর্জন করে নিতে হবে।’‌ এরপরই রোহিত জানান, ‘‌কেউ তোমাকে প্লেটে করে সাজিয়ে দেবে না। কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে জায়গাটা অর্জন করে নিতে হবে। এই তরুণ ক্রিকেটারদের মধ্যে প্রচুর প্রতিভা আছে। পাশাপাশি এটাও বলব ভারতের অধিনায়ক হওয়াটা অত সহজ কাজ নয়। প্রচুর চাপ থাকবে। পাশাপাশি সম্মানটাও অনেক। ভারতীয় ক্রিকেটের ইতিহাস বা ঐতিহ্য দুটোই মাথায় রাখতে হবে অধিনায়ককে। কাঁধে থাকবে প্রচুর দায়িত্ব।’‌ 


প্রসঙ্গত পারথে অধিনায়ক ছিলেন বুমরা। সিডনিতেও তিনি অধিনায়কত্ব করছেন। বুমরার প্রশংসা করে রোহিত বলেছেন, ‘‌খেলা সম্পর্কে ধারণা রয়েছে বুমরার। বোলিংকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে। অন্যদের কাছে উদাহরণ তৈরি করেছে। সব সময় দলকে প্রাধান্য দেয়। গত ১১ বছর ধরে বুমরাকে দেখছি। ওর পারফরম্যান্সের গ্রাফ ঊর্ধ্বমুখী থেকেছে। ভীষণ শক্তিশালী এক জন বোলার। দায়িত্ব নিতে ভালবাসে। গোটা বিশ্ব ওর বোলিং দেখে আনন্দ পায়।’‌