আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলাদেশকে হোয়াইটওয়াশ। টিম ইন্ডিয়ার জয়রথ অব্যাহত। রোহিত শর্মার আক্রমণাত্মক ব্যাটিং, সঙ্গে সতীর্থদের দুর্দান্ত ব্যাটিং ও বোলারদের শৃঙ্খলা। এই তিনের মিশেলে এসেছে সহজ জয়। 


দেশের মাটিতে টানা ১৮টা টেস্ট সিরিজ জিতল টিম ইন্ডিয়া। কানপুর টেস্ট জিতে আপ্লুত রোহিত যা জানিয়েছেন, তা সবাইকে চমকে দেবে। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির উপর। রোহিত জানিয়েছেন, এই দু’‌জনই তাঁকে দ্বিতীয় জন্ম দিয়েছেন। রোহিতের কথায়, ‘‌রবি শাস্ত্রী ও বিরাট কোহলির অবদান কখনও ভুলব না। এই দু’‌জনই আমাকে টেস্টে ওপেন করতে পাঠিয়েছিল। সিদ্ধান্তটা বেশ ঝুঁকির ছিল। কিন্তু সেই ঝুঁকি নেওয়া হয়েছিল। আমার উপর দু’‌জনের বিশ্বাস ছিল। একটা অনুশীলন ম্যাচে ওপেন করেই টেস্টে ওপেন করা শুরু করেছিলাম। বুঝেছিলাম কাজটা সহজ নয়। কিন্তু চেষ্টা করে গেছি। হয়ত সফলও হয়েছি। এই সুযোগটা কাজে লাগাতে চেয়েছিলাম। না হলে হয়ত টেস্ট থেকেই ছিটকে যেতাম।’‌ এরপরই রোহিত বলেছেন, ‘‌বরাবরই নিজের স্বাভাবিক খেলার চেষ্টা করি। চাপ নিই না। মারার বল পেরে মারি। সে ইনিংসের শুরু হোক বা টেস্ট দেখি না। আমাকে রবি ভাই এই স্বাধীনতা দিয়েছিল। ২০১৫ সালে রবি ভাই এই কথা বলেছিল। আমার হাতে কোনও বিকল্পও ছিল না। তারপর থেকে এই কাজটাই করে এসেছি।’‌ 
আপাতত টেস্ট শেষ। বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টি২০ ম্যাচ খেলবে ভারত। যার প্রথমটা ৬ অক্টোবর গোয়ালিয়রে।