আজকাল ওয়েবডেস্ক:‌ খুব সম্ভবত মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছেন রোহিত শর্মা। গত বছরেই রোহিতকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করে মুম্বই। বিষয়টি রোহিত তো বটেই মুম্বই সমর্থকরাও মেনে নিতে পারেননি। সূত্রের খবর, ওই ঘটনার পর রোহিত ও পাণ্ডিয়ার সম্পর্কও আর আগের মতো নেই। এই পরিস্থিতিতে রোহিতের মুম্বই ছাড়ার জল্পনা তুঙ্গে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া মনে করছেন, মেগা নিলামের আগেই হয়ত রোহিতকে কিনে নিতে পারে কোনও ফ্রাঞ্চাইজি।

 


আকাশ চোপড়ার মতে, ‘‌রোহিত থাকবে না চলে যাবে?‌ এটাই বড় প্রশ্ন। আমার মনে হয় রোহিত মুম্বই ছেড়ে দেবে। রোহিতকে রিটেন করতে হলে তিন বছরের জন্য করতে হবে। আমার মনে হয় মুম্বই হয়ত রোহিতকে ছেড়ে দেবে। কিংবা রোহিতও ছেড়ে দিতে পারে।’‌ এরপরই চোপড়ার সংযোজন, ‘‌যে কোনও কিছু হতে পারে। তবে রোহিতকে রিটেন করবে বলে মনে হয় না। এই মুহূর্তে কোনও তথ্য না থাকলেও রোহিতকে হয়ত ছেড়ে দেওয়া হবে। হয়ত নিলামের আগেই রোহিতকে কোনও দল নিয়ে নিতে পারে। আর তা না হলে রোহিতকে হয়ত নিলামে উঠতে হবে। মুম্বইয়ের সঙ্গে রোহিতের যাত্রা সম্ভবত শেষ।’‌ 
রোহিতের প্রিয় হিসেবে ধরা হয় সূর্যকুমার যাদবকে। মুম্বইয়ে তাঁর ভবিষ্যৎ নিয়ে আকাশ চোপড়া বলেছেন, ‘‌সূর্যকে মুম্বই ছাড়বে বলে মনে হয় না। যদি না সূর্য নিজে থেকে দল বদল করে।’‌