আজকাল ওয়েবডেস্ক:‌ ইংরেজ অধিনায়ক বেন স্টোকসের বাড়িতে চুরি। সোশ্যাল মিডিয়ায় একথা নিজেই জানিয়েছেন স্টোকস। তিনি জানিয়েছেন, পাকিস্তানে যখন তিনি খেলতে গিয়েছিলেন, তখন মুখোশধারী দুষ্কৃতীরা তাঁর বাড়িতে ঢুকে মূল্যবান জিনিস চুরি করেছে। 


জানা গেছে, ১৭ অক্টোবর এই চুরির ঘটনা ঘটে। তখন দ্বিতীয় টেস্ট চলছিল। ঘটনার সময় বাড়িতে স্টোকসের স্ত্রী ও দুই সন্তান ছিলেন। কিন্তু তাঁদের কোনও ক্ষতি হয়নি। বাড়ি থেকে চুরি হওয়া বেশ কিছু সামগ্রীর ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্টোকস। তার মধ্যে কিছু পদক, তিনটি সোনার চেন, আংটি ও একটি ডিজাইনার ব্যাগও রয়েছে।


এদিকে, সময়টা মোটেই ভাল যাচ্ছে না স্টোকসের। পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ হারতে হয়েছে। তিন টেস্টের সিরিজ ২–১ জিতেছে পাকিস্তান। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে ইংল্যান্ডকে। স্টোকস বলেছেন, ‘‌১৭ অক্টোবর সন্ধেয় এই চুরির ঘটনা ঘটে। সবচেয়ে আতঙ্কের বিষয় তখন বাড়িতে স্ত্রী, সন্তানরা ছিল। কিন্তু ওদের কোনও ক্ষতি হয়নি। কিন্তু এভাবে সন্ধের সময় চুরি নিরাপত্তার দিকটিই বড় করে দেখাচ্ছে।’‌