আজকাল ওয়েবডেস্ক:‌ সামনেই এশিয়া কাপ। দল নির্বাচন হবে সম্ভবত ১৯ কিংবা ২০ আগস্ট। যা ভিতরের খবর, তাতে যশস্বী জয়েসওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শনদের কথা এশিয়া কাপের জন্য ভাবা হচ্ছে না। এখন শোনা যাচ্ছে ঋষভ পন্থও এশিয়া কাপের জন্য নির্বাচকদের ভাবনায় নেই। ম্যাঞ্চেস্টার টেস্টে তিনি চোট পেয়েছিলেন। খেলতে পারেননি ওভাল টেস্টে। অন্তত ছয় সপ্তাহ বিশ্রাম নিতে হবে ঋষভকে।


নির্বাচকরা অবশ্য জানিয়েই দিয়েছেন, এশিয়া কাপে উইকেটকিপার ব্যাটার হিসেবে প্রথম পছন্দ সঞ্জু স্যামসন। ব্যাক আপ হিসেবে থাকতে পারেন ধ্রুব জুরেল ও জীতেশ শর্মা। তবে জীতেশের সম্ভাবনা বেশি মারকুটে ব্যাটার হওয়ায়। কারণ এবার এশিয়া কাপ হবে টি–২০ মোডে। অর্থাৎ যা পরিস্থিতি তাতে ঋষভকে ছাড়াও এশিয়া কাপ খেলবে টিম ইন্ডিয়া।


পন্থ ছাড়াও এশিয়া কাপের জন্য ভাবা হচ্ছে না যশস্বী জয়েসওয়ালের নামও। আর লোকেশ রাহুল ২০২২ সালের নভেম্বরের পর আর দেশের হয়ে টি–২০ খেলেননি। 


এই পরিস্থিতিতে দলের মূল ভরসা সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা ও হার্দিক পাণ্ডিয়া। এই দলটাই ইংল্যান্ডকে ঘরের মাঠে টি২০ সিরিজে ৪–১ হারিয়েছিল। 

এদিকে,  এশিয়া কাপে খেলবেন তো সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া?‌ এশিয়া কাপের দল নির্বাচন হতে পারে ১৯ কিংবা ২০ আগস্ট। তার আগে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে হার্দিক পাণ্ডিয়ার রুটিন ফিটনেস চেক আপ করা হবে। মুম্বই দলের সঙ্গে কিছুদিন হল অনুশীলন করছেন হার্দিক। এই ফিটনেস টেস্ট হতে পারে ১১ ও ১২ আগস্ট। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর।


ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, শ্রেয়স আইয়ার ইতিমধ্যেই নিজের ফিটনেস পরীক্ষায় পাস করেছেন। সাদা বলের ক্রিকেটে তিনি দুর্দান্ত ছন্দে আছেন। নির্বাচকদের কাছে অটোমেটিক চয়েস তিনি।


তবে হার্নিয়া অস্ত্রোপচারের পর অধিনায়ক সূর্যকুমার যাদব এখনও পুরোপুরি সুস্থ নন। এনসিএ–তে তাঁর আরও এক সপ্তাহ লাগবে সুস্থ হতে। মনে করা হচ্ছে এশিয়া কাপ খেলতে অসুবিধা হবে না টি২০ অধিনায়ক সূর্যর। 

প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপে। দুবাইয়ে ১৪ সেপ্টেম্বর ভারত–পাক মহারণ। সুপার ফোরে ফের দুই দল মুখোমুখি হতে পারে। আর ফাইনালে দু’‌দল উঠবে মুখোমুখি হবে তিন বার। যেহেতু আগামী বছর টি২০ বিশ্বকাপ তাই টুর্নামেন্ট হবে কুড়ি বিশের সংস্করণে।


জানা গেছে ১৯ ম্যাচের ১১টি হবে দুবাইয়ে। তার মধ্যে ফাইনালও রয়েছে। বাকি আটটি ম্যাচ হবে আবুধাবিতে। ভারতের গ্রুপ লিগের তিনটি ম্যাচ ১০, ১৪ ও ১৯ সেপ্টেম্বর যথাক্রমে সংযুক্ত আরব আমিরশাহি, পাকিস্তান এবং ওমানের বিরুদ্ধে।

সূত্রের যা খবর, তাতে শুভমন গিল, যশস্বী জয়েসওয়ালদের টি২০ দলে রাখা হবে না। কারণ এশিয়া কাপ ফাইনাল ২৯ সেপ্টেম্বর। আর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হবে ২ অক্টোবর থেকে। তাই সম্ভবত টেস্ট সিরিজের কথা ভেবে গিল, যশস্বী কিংবা বুমরাকে রাখা হবে না টি২০ দলে। অর্শদীপ সিং, হর্ষিত রানা সম্ভবত থাকবেন। মহম্মদ সিরাজকেও সম্ভবত বিশ্রাম দেওয়া হবে। দুবাইয়ের উইকেটের কথা ভেবে সম্ভবত স্পিনার বাড়তি রাখা হবে দলে।