আজকাল ওয়েবডেস্ক:‌ জ্যাভলিনের ফাইনাল রাউন্ডে বৃহস্পতিবার নামবেন নীরজ চোপড়া। কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৯.‌৩৪ মিটার ছুঁড়ে সরাসরি ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলেন নীরজ। কোয়ালিফিকেশনে মরশুমের সেরা থ্রো করেছিলেন নীরজ। যা তাঁর ব্যক্তিগত সেরা রেকর্ডের (‌৮৯.‌৯৪)‌ থেকে সামান্য কম। 



টোকিওর পর প্যারিস থেকেও সোনা আনবেন নীরজ। আশাবাদী ভারতীয়রা। তবে যেভাবে আশাভঙ্গ হচ্ছে, তাতে বলা যায় না কিছুই। যদিও নীরজই ভারতের সেরা বাজি সোনার ক্ষেত্রে। এদিকে, ভারতীয় দলের উইকেটরক্ষক ঋষভ পন্থ ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় একটি বড় প্রতিশ্রুতি দিয়েছেন। ঋষভের প্রতিশ্রুতি তাঁর পোস্টে যারা যারা লাইক ও কমেন্ট করবেন, তার মধ্যে সেরা কমেন্টটি বেছে নিয়ে সেই ভক্তকে তিনি ১ লক্ষ ৮৯ টাকা পুরস্কার দেবেন। ঋষভ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‌নীরজ সোনা জিতলে আমার পোস্টে লাইক ও কমেন্ট করা সেরা ভক্তকে পুরস্কৃত করব। আর সেরা বাকি দশ জনকে বিমানের টিকিট দেব। তাই আর দেরি না করে ভাই নীরজকে সমর্থন করা শুরু করুন।’‌ পাশাপাশি বিরাটও একই পোস্ট করেছেন। বলেছেন, ‘‌আমি তো কমেন্ট করলাম। এবার যারা করবেন, তাদের মধ্যে সেরা দুই ভাগ্যবান বিজেতাকে ৫০ হাজার টাকা করে দেব।’‌ এরপরই নেটিজেনরা লাইক ও কমেন্ট করতে শুরু করেছেন।


প্রসঙ্গত, ফাইনালে নীরজকে কঠিন পরীক্ষায় ফেলতে পারেন জার্মানির জুলিয়ান ওয়েবার ও পাকিস্তানের আর্শাদ নাদিম।