আজকাল ওয়েবডেস্ক: এবার শুরু হচ্ছে দিল্লি প্রিমিয়ার লিগ। জানা গেছে, ৬ ও ৭ জুলাই দিল্লিতে হবে নিলাম পর্ব। ঋষভ পন্থ, প্রিয়াংশ আর্য, দিগবেশ রাঠিরা এই টুর্নামেন্টে খেলবেন বলে জানা গেছে।
এবার আট দলের টুর্নামেন্ট হবে। সোমবারই একথা জানিয়েছে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন। নতুন যে দুটি ফ্রাঞ্চাইজি এবার যোগ হচ্ছে তারা হল সবিতা পেন্টস প্রাইভেট লিমিটেড ও ভিমা টোলিং অ্যান্ড ট্রাফিক সলিউশনস প্রাইভেট লিমিটেড। এই দুই ফ্রাঞ্চাইজি যথাক্রমে ১০ কোটি ৬০ লক্ষ ও ৯ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে খেলতে আসছে দিল্লি প্রিমিয়ার লিগে। বাকি ছয়টি ফ্রাঞ্চাইজি হল সেন্ট্রাল দিল্লি কিংস, ইস্ট দিল্লি রাইডার্স, নর্থ দিল্লি স্ট্রাইকার্স, পুরানি দিল্লি ৬, সাউথ দিল্লি সুপারস্টারজ, ওয়েস্ট দিল্লি লায়ন্স।
দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি রোহন জেটলি বলেছেন, ‘দিল্লি প্রিমিয়ার লিগ শুধু একটা টুর্নামেন্ট নয়। রাজধানীর সংস্কৃতির ধারক এই টুর্নামেন্ট। প্রথম মরসুমে যে সমস্ত প্রতিভাকে দেখেছি, তাতে নিশ্চিত এবারও অনেক প্রতিভা উঠে আসবে।’
জানা গেছে টুর্নামেন্টের দ্বিতীয় বছরে ইশান্ত শর্মা, আয়ূষ বাদোনি, হর্ষিত রানা, হিম্মত সিং, সুয়াশ শর্মা, মায়াঙ্ক যাদব, অনুজ রাওয়াতের মতো আইপিএল ক্রিকেটাররা খেলবেন। পন্থ তো আছেনই।
