আজকাল ওয়েবডেস্ক:‌ সুস্থ হয়ে উঠছেন ঋষভ পন্থ। কবে ফিরবেন মাঠে?‌ এটা ঘটনা ইংল্যান্ড সিরিজে পায়ের পাতা ভেঙে যাওয়া সত্ত্বেও তাঁর অসমসাহসী লড়াই মন জিতেছিল ক্রিকেটপ্রেমীদের। এবার প্রত্যাশার থেকেও কম সময়ের মধ্যে রিহ্যাব সেরে মাঠে ফিরতে চলেছেন ঋষভ পন্থ। সূত্রের খবর, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেই কামব্যাক করতে চলেছেন তারকা ব্যাটার। তারপর তাঁকে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে।


অ্যান্ডারসন–তেণ্ডুলকার ট্রফি চলাকালীন ক্রিস ওকসের বল রিভার্স সুইপ করতে গিয়ে চোট পেয়েছিলেন পন্থ। তাঁর পায়ের পাতা ভাঙে। তবে তখনই জানা গিয়েছিল, অন্তত ছ’সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবে পন্থ। তবে তাঁর পায়ে অস্ত্রোপচারের প্রয়োজন নেই, রিহ্যাব করলেই সুস্থ হয়ে উঠবেন। পন্থ চোট পাওয়ার পরেই জানা গিয়েছিল, সেপ্টেম্বরে এশিয়া কাপে তিনি খেলতে পারবেন না। তারপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজেও পন্থকে পাবে না ভারতীয় দল।


কিন্তু বিখ্যাত একটি ক্রীড়া সংবাদ পোর্টাল সূত্রে খবর, চোট পাওয়ার পরে বেশ কিছুদিন ইংল্যান্ডেই ছিলেন পন্থ। মাত্র কয়েকদিন আগেই ভারতে ফিরেছেন তিনি। এবার বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব করবেন। ফিট হওয়ার জন্য যাবতীয় নিয়ম মেনে চলবেন, মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেই ফিরতে চান পন্থ। আপাতত সেই লক্ষ্যেই রিহ্যাব করছেন তিনি।


প্রসঙ্গত, ২ অক্টোবর থেকে শুরু হবে ভারত–ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। প্রথম টেস্ট খেলা হবে আমেদাবাদে। দ্বিতীয় টেস্ট দিল্লিতে। নিজের ঘরের মাঠ দিল্লিতে খেলার ইচ্ছা রয়েছে পন্থের। সেকারণেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে মুখিয়ে রয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের পর রয়েছে অজি সফর। সুস্থ হলে সেখানেও খেলবেন পন্থ। অস্ট্রেলিয়ায় তিনটে ওয়ানডে এবং পাঁচটি টি–টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত। ওয়ানডে সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর থেকে। তারপর হবে টি ২০ সিরিজ। 

এদিকে, মঙ্গলবার থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে এশিয়া কাপ। এই টুর্নামেন্ট মানেই এশিয়ার মধ্যে ক্রিকেট খেলিয়ে দেশগুলির প্রতিদ্বন্দ্বিতা, আবেগ আর ক্রিকেটীয় মর্যাদার লড়াই। এবারের আসরে শিরোপা ধরে রাখতে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত, লক্ষ্য নবম খেতাব জেতা। ১০ সেপ্টেম্বর দুবাইয়ে আয়োজক সংযুক্ত আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতের এশিয়া কাপ অভিযানের সূচনা হবে। তার একদিন আগে, ৯ সেপ্টেম্বর আবুধাবিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও হংকং। ২০২৫ সালে কোহলি-রোহিতের যুগ পেরিয়ে এক

বুমরার গতি আর কুলদীপ যাদবের ঘূর্ণি স্পিন ভারতকে দিয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের সঠিক মিশেল। ফলে শিরোপার দৌড়ে ভারত অন্যতম ফেভারিট। তবে সবচেয়ে নজরকাড়া লড়াই ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত বনাম পাকিস্তান। দুই দলই সুপার ফোরে পৌঁছাবে বলে ধরে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে টুর্নামেন্টে আরও একবার দেখা মিলতে পারে চিরপ্রতিদ্বন্দ্বীদের। গ্রুপ পর্বে ভারত আরও খেলবে ওমানের বিরুদ্ধে, যারা চমক দেখাতে মুখিয়ে রয়েছে। গ্রুপ বি-ও সমান জমজমাট। শ্রীলঙ্কা বনাম বাংলাদেশে প্রতিশোধের লড়াই, আফগানিস্তানের আগুনে ব্যাটিং বনাম হংকংয়ের নির্ভীক মনোভাব—সব মিলিয়ে অনিশ্চয়তায় ভরা। এশিয়া কাপ একদিকে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ আবার অন্যদিকে নতুন প্রজন্মের উত্থানের মঞ্চ। নতুন তরুণ দল নিয়ে এশিয়া কাপে নামছে ভারতীয় ক্রিকেট। দলকে নেতৃত্ব দিচ্ছেন নির্ভীক সূর্যকুমার যাদব। ওপেনিংয়ে আছেন ধারাবাহিক শুভমান গিল।