আজকাল ওয়েবডেস্ক:‌ ২০২৪ টি–২০ বিশ্বকাপের দলে জায়গা হয়নি রিঙ্কু সিংয়ের। ছিলেন স্ট্যান্ড বাই। এশিয়া কাপের প্রথম ম্যাচেও জায়গা হল না রিঙ্কুর। তবে কী তিনি আগামী টি–২০ বিশ্বকাপের ভাবনায় নেই। প্রসঙ্গত, আগামী বছর ফেব্রুয়ারি–মার্চে ভারতে হবে টি–২০ বিশ্বকাপ। 


প্রসঙ্গত, গত কয়েকটি সিরিজে ভারতের টি–টোয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন রিঙ্কু সিং। তবে গত কয়েক সিরিজে ব্যাটিংয়ে তাঁর পারফরম্যান্স চিন্তার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও গত সংস্করণে ছাপ ফেলতে পারেননি রিঙ্কু সিং। তাঁকে এশিয়া কাপের স্কোয়াডে রাখা হবে কি না, এই নিয়েও ধোঁয়াশা ছিল। শেষ অবধি স্কোয়াডে জায়গা ধরে রাখেন রিঙ্কু সিং। স্কোয়াডে থাকলেও আরব আমিরশাহির বিরুদ্ধে একাদশে জায়গা হল না।


আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। এখানকার পিচ পরিস্থিতির সঙ্গে দুবাইয়ের খুব একটা পার্থক্য থাকবে না। সেই ভাবনা থেকেই বলা যায়, প্রথম একাদশে জায়গা গড়ে নেওয়া কঠিন হবে রিঙ্কু সিংয়ের জন্য। আরব আমিরশাহির বিরুদ্ধে তিন অলরাউন্ডার রাখা হয়েছে ভারতের একাদশে। এর মধ্যে দুই পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন অক্ষর প্যাটেল। প্রয়োজনে বোলিংয়ে ছাপ ফেলতে পারেন অভিষেক শর্মাও।

 

আরও পড়ুন:‌ অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতে মগ্ন রোহিত, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই খুশিতে আত্মহারা ভক্তরা

 


আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত বোলিং করেন না রিঙ্কু সিং। ভারতের কোচ হিসেবে গৌতম গম্ভীরের প্রথম সিরিজ শ্রীলঙ্কার মাটিতে বোলিং করেছিলেন রিঙ্কু। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে অবশ্য বোলিংয়ে দেখা যায়। ফলে ব্যাটিংয়ে যেমন ধারাবাহিক হতে হবে, তেমনই বোলিংয়ে আরও ক্ষুরধার হয়ে উঠতে হবে রিঙ্কুকে। তাতে হয়তো একাদশে সুযোগ মিলতে পারে। নইলে অপেক্ষা বাড়বে রিঙ্কুর। 

এদিকে, অবসরের জল্পনা উড়িয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন রোহিত শর্মা। বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজের অনুশীলনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন হিটম্যান। একটি ছবিতে দেখা গেছে, তিনি মাঠে দৌড়চ্ছেন। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে, তিনি প্যাড পরছেন। যা দেখে ভক্তরা আপ্লুত। এক জন তো বলেই ফেলেছেন, ‘‌আপনাকে মাঠে দেখার জন্য ছটফট করছি।’‌ আর এক জন ভক্ত লিখেছেন, ‘‌২০২৭ এর জন্য প্রস্তুতি।’‌ 


এটা ঘটনা, গত মে মাসে টেস্ট থেকে অবসর ঘোষণা করেন রোহিত। তারও আগে ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ জেলার পর আন্তর্জাতিক এই ঘরানা থেকেও তিনি সরে যান। একই সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলিও। দুই তারকাই এখন শুধু দেশের হয়ে খেলবেন ওয়ানডে।

দেশের হয়ে ২০১৩ থেকে ২০২৫ পর্যন্ত রোহিত ৬৭ টেস্টে ৪৩০১ রান করেছেন। গড় ৪০.‌৫৭। রয়েছে ১২ শতরান ও ১৮ অর্ধশতরান। তবে ওপেনার হিসেবেই তাঁর সাফল্য বেশি। ওপেনার হিসেবে ৪০ টেস্টে তিনি করেছেন ২৭১৬ রান। গড় ৪১.‌১৫। তার মধ্যে নয় শতরান ও আট অর্ধশতরান রয়েছে।

এখন বিরাট ও রোহিত দুই তারকাই অস্ট্রেলিয়া সফরের জন্য প্রস্তুত হচ্ছেন। ১৯ অক্টোবর থেকে সেই সিরিজ শুরু হবে। ভারত খেলবে তিনটি ওয়ানডে। অনেকেই বলছেন, এই সিরিজই হয়ত রোহিতের শেষ সিরিজ হতে চলেছে।