আজকাল ওয়েবডেস্ক: সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু ফের বাইশ গজে ফিরতে চলেছেন দীনেশ কার্তিক। তবে আর ভারতে নয়, দক্ষিণ আফ্রিকা ২০ লিগে খেলতে দেখা যাবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি দক্ষিণ আফ্রিকা লিগে খেলতে চলেছেন। পার্ল রয়্যালসের হয়ে খেলতে দেখা যাবে ৩৯ বছরের কার্তিককে।
৯ জানুয়ারি থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ২০২৪ আইপিএল খেলেই ক্রিকেটকে গুডবাই জানান কার্তিক। বর্তমানে তিনি আরসিবির মেন্টর ও ব্যাটিং কোচ। সেই কার্তিক বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় খুব ভাল স্মৃতি আছে আমার। ওখানে বহুবার খেলতে গিয়েছি। তাই এবার সুযোগটা আসার পর আর না করতে পারিনি। আবার প্রতিযোগীতামূলক ম্যাচ খেলার সুযোগ পাব। ধন্যবাদ রয়্যালসকে।’ প্রসঙ্গত ভারতের হয়ে তিন ঘরানা মিলিয়ে ১৮০ ম্যাচ খেলেছেন কার্তিক।
শেষ আইপিএলে কার্তিক ১৪ ম্যাচে করেছিলেন ৩২৬ রান। আর দেশের হয়ে শেষ খেলেছিলেন ২০২২ টি২০ বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে। এদিকে, পার্ল রয়্যালসে ডেভিড মিলার, জো রুট, লুঙ্গি এনগিডির মতো তারকারা রয়েছেন। দলের ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সাঙ্গাকারা। কার্তিক জানিয়েছেন, ‘দলে অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। যোগ্যতা রয়েছে ভাল কিছু করার। একটা দারুণ সিজনের অপেক্ষায় রয়েছি।’
৯ জানুয়ারি থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ২০২৪ আইপিএল খেলেই ক্রিকেটকে গুডবাই জানান কার্তিক। বর্তমানে তিনি আরসিবির মেন্টর ও ব্যাটিং কোচ। সেই কার্তিক বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় খুব ভাল স্মৃতি আছে আমার। ওখানে বহুবার খেলতে গিয়েছি। তাই এবার সুযোগটা আসার পর আর না করতে পারিনি। আবার প্রতিযোগীতামূলক ম্যাচ খেলার সুযোগ পাব। ধন্যবাদ রয়্যালসকে।’ প্রসঙ্গত ভারতের হয়ে তিন ঘরানা মিলিয়ে ১৮০ ম্যাচ খেলেছেন কার্তিক।
শেষ আইপিএলে কার্তিক ১৪ ম্যাচে করেছিলেন ৩২৬ রান। আর দেশের হয়ে শেষ খেলেছিলেন ২০২২ টি২০ বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে। এদিকে, পার্ল রয়্যালসে ডেভিড মিলার, জো রুট, লুঙ্গি এনগিডির মতো তারকারা রয়েছেন। দলের ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সাঙ্গাকারা। কার্তিক জানিয়েছেন, ‘দলে অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। যোগ্যতা রয়েছে ভাল কিছু করার। একটা দারুণ সিজনের অপেক্ষায় রয়েছি।’
