আজকাল ওয়েবডেস্ক: ভারতকে এশিয়া কাপ না দিয়েই ফিরে গিয়েছিলেন মহসিন নকভি। এবার শোনা যাচ্ছে, আইসিসি’র এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ে হাজির হতে চাইছেন না পাক মন্ত্রী মহসিন নকভি। যেখানে এশিয়া কাপ নিয়ে বিসিসিআই থেকে প্রশ্ন তোলা হত। বলা হচ্ছে, পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনৈতিক কারণে নকভি আইসিসি’র মিটিংয়ে উপস্থিত হতে পারবেন না।
প্রসঙ্গত, নকভি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান। এশিয়া কাপে ভারত জিতলেও তারপর যে নাটক হয়েছে, তার জন্য মূল দায়ী নকভিই। ভারত এখনও ট্রফি পায়নি। গোটা বিষয়টা আইসিসি’র মিটিংয়ে তোলার পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। কিন্তু কার সামনে তুলবেন? নকভি নিজেই সেই মিটিংয়ে হাজির হতে চাইছেন না। ৪ নভেম্বর থেকে দুবাইয়ে আইসিসি’র মিটিং শুরু হয়েছে। আর সেখানে থাকবেন আইসিসি সভাপতি জয় শাহ।
এটা ঘটনা পাক ক্রিকেট বোর্ডের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়নি, কোন বিশেষ রাজনৈতিক কারণে আসতে পারছেন না নকভি। তবে নকভি না এলেও পিসিবি’র চিফ অপারেটিং অফিসার সুমের সৈয়দ মিটিংয়ে থাকবেন। তাও তিনি আসতে আসতে ৭ নভেম্বর। অর্থাৎ মিটিংয়ের শেষদিন। তবে নকভির অনলাইনে উপস্থিত থাকার একটা ক্ষীণ সম্ভাবনা আছে।
এটা ঘটনা, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দল নকভির কাছ থেকে ট্রফি ও মেডেল নিতে অস্বীকার করেছিল। পরিবর্তে ট্রফি নিয়ে একপ্রকার পালিয়ে যান নকভি। এরপর বিসিসিআইয়ের তরফে একাধিকবার বলা হলেও এখন ভারতের হাতে ট্রফি এসে পৌঁছয়নি। এই বিষয়টা আইসিসির বৈঠকে তুলবে বিসিসিআই। হয়ত কোণঠাসা হওয়ার ভয়েই নকভি এখন বৈঠক এড়িয়ে যেতে চাইছেন।
