আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ অষ্টাদশ লোকসভা ভোটে এবার সারা দেশে রেকর্ড গড়তে চলেছে। নির্বাচন কমিশনের পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০১৪ সালের ভোটে রাজ্যে মাত্র ৪৪১ কোম্পানি বাহিনী মোতায়ন করা হয়েছিল। ২০১৯ সালে তা ছিল ৭১০ কোম্পানি। এবারের নির্বাচনে ষষ্ঠ দফায় থাকবে ১০২০ কোম্পানি। প্রসঙ্গত, রাজ্যে ভোটের দফা বাড়ার সঙ্গে সঙ্গে সমানুপাতিক হারে বাহিনীর সংখ্যা বেড়ে চলেছে। অন্যান্য একাধিক রাজ্যের ভোট পর্ব মিটে যাওয়ায় এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। শেষ দফার ভোটে এই সংখ্যা ১০৭৫ থেকে ১০৮০ তে দাঁড়াতে পারে।
