আজকাল ওয়েবডেস্ক: পিএসজি ছেড়ে চলতি মরশুমে রিয়েল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে। সেখানে তাঁর সঙ্গী হতে চলেছেন জুড বেলিংহ্যাম, ভিনিসিয়াস জুনিয়ররা।
নতুন দলের হয়ে শীঘ্রই মাঠে নামবেন ফ্রান্সের তারকা ফুটবলার। কিন্তু তার আগে এমবাপের রিয়েলে আয় শুনলে চমকে যাবেন। একটি সংস্থার বিশ্লেষণ অনুযায়ী, বিরাট কোহলি, রোহিত শর্মারা বার্ষিক যা আয় করেন, এমবাপের আয় তার চেয়ে অনেকটাই বেশি। রিয়েল মাদ্রিদে প্রতি বছর ২৮৫ কোটি টাকা পাবেন এমবাপে। অর্থাৎ মাসে পাবেন ২৩.৭ কোটি। আর দিনে পাবেন ৭৯ লক্ষ। মিনিটে রোজগার করবেন ভারতীয় টাকায় ৫,৪৮৬ টাকা। এদিকে, বিরাট, রোহিতরা বোর্ড থেকে পান বছরে ৭ কোটি টাকা। আইপিএল দলগুলি থেকেও টাকা পান। যেমন রোহিত মুম্বই ইন্ডিয়ান্স থেকে পান ১৬ কোটি টাকা। আর কোহলি বেঙ্গালুরু থেকে পান ১৭ কোটি টাকা। দেশের হয়ে ম্যাচ খেললেও ম্যাচ পিছু একটা টাকা পান। কিন্তু তা এমবাপের বেতনের ধারেকাছেও নয়।
এটা ঘটনা বিদেশে ক্লাব ফুটবলে টাকার অঙ্কটা অনেক বেশি। ভারতীয় ক্রিকেট বোর্ড ধনীতম হলেও এক্ষেত্রে টেক্কা দেওয়ার জায়গায় এখনও আসতে পারেনি।
নতুন দলের হয়ে শীঘ্রই মাঠে নামবেন ফ্রান্সের তারকা ফুটবলার। কিন্তু তার আগে এমবাপের রিয়েলে আয় শুনলে চমকে যাবেন। একটি সংস্থার বিশ্লেষণ অনুযায়ী, বিরাট কোহলি, রোহিত শর্মারা বার্ষিক যা আয় করেন, এমবাপের আয় তার চেয়ে অনেকটাই বেশি। রিয়েল মাদ্রিদে প্রতি বছর ২৮৫ কোটি টাকা পাবেন এমবাপে। অর্থাৎ মাসে পাবেন ২৩.৭ কোটি। আর দিনে পাবেন ৭৯ লক্ষ। মিনিটে রোজগার করবেন ভারতীয় টাকায় ৫,৪৮৬ টাকা। এদিকে, বিরাট, রোহিতরা বোর্ড থেকে পান বছরে ৭ কোটি টাকা। আইপিএল দলগুলি থেকেও টাকা পান। যেমন রোহিত মুম্বই ইন্ডিয়ান্স থেকে পান ১৬ কোটি টাকা। আর কোহলি বেঙ্গালুরু থেকে পান ১৭ কোটি টাকা। দেশের হয়ে ম্যাচ খেললেও ম্যাচ পিছু একটা টাকা পান। কিন্তু তা এমবাপের বেতনের ধারেকাছেও নয়।
এটা ঘটনা বিদেশে ক্লাব ফুটবলে টাকার অঙ্কটা অনেক বেশি। ভারতীয় ক্রিকেট বোর্ড ধনীতম হলেও এক্ষেত্রে টেক্কা দেওয়ার জায়গায় এখনও আসতে পারেনি।
