আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনিকে রিটেন করছে চেন্নাই সুপার কিংস। সূত্রের খবর এমনই। তবে চেন্নাই এবার টার্গেট করতে চলেছে ঋষভ পন্থকে। ধোনির উত্তরসূরি হিসেবে পন্থই প্রথম পছন্দ চেন্নাই ফ্রাঞ্চাইজির। সূত্রের খবর, এমনই। তবে সবচেয়ে বড় খবর, সূত্র অনুযায়ী রবীন্দ্র জাদেজাকে রিটেন নাও করতে পারে চেন্নাই।


তবে জাদেজাকে রিটেন না করার বিষয়টি পুরোটাই নির্ভর করছে পন্থকে নিয়ে দিল্লি কী সিদ্ধান্ত নেয় তার উপর। পন্থ যদি নিলামে ওঠেন, সেক্ষেত্রে জাদেজাকে রিটেন করবে না চেন্নাই। সূত্রের খবর, এমনটাই। আর তা না হলে জাদেজাকে ধরে রাখা হবে। বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে সব ফ্রাঞ্চাইজিকেই তালিকা জমা দিতে হবে বোর্ডকে। তখন আসল ছবি বোঝা যাবে।
এদিকে, সূত্রের খবর চেন্নাই রিটেন করতে চলেছে ঋতুরাজ গায়কোয়াড়, শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানা আর ধোনিকে। আর জাদেজার ভবিষ্যৎ এখনও অবধি রয়েছে ঝুলে।
সূত্রের খবর, পন্থ নিলামে গেলে তাঁকে কিনতে ২০ কোটির মত খরচ হতে পারে। সেক্ষেত্রে জাদেজাকে ছেড়ে পরে রাইট টু ম্যাচ কার্ড দিয়ে তুলে নেবে চেন্নাই। 


এটা ঘটনা দীর্ঘদিন ধরে চেন্নাইয়ে খেলছেন জাদেজা। ব্যাটে বলে সমান পারফর্ম করেছেন। ২০২৩ সালে চেন্নাইয়ের আইপিএল জয়ে জাদেজার বড় ভূমিকা ছিল। সূত্রের খবর, এবার সেই জাদেজাকেই ছেড়ে দিতে চলেছে চেন্নাই।