আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৪ বছর ৩২ দিন। এই বয়সেই আইপিএলে শতরান করে তাক লাগিয়ে দিয়েছে বৈভব সূর্যবংশী। গড়ে ফেলেছে একাধিক রেকর্ড। তাঁকে নিয়েই হইচই। টিম ইন্ডিয়ার আগামী দিনের তারকা বলা হচ্ছে এই কিশোরকে। কিন্তু টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী জানিয়ে দিলেন, এখনই এত হইচই নয়। ওঁকে চাপমুক্ত হয়ে খেলতে দিন।
শাস্ত্রীর কথায়, ‘একদম বাচ্চা ছেলে। ওঁকে খেলতে দিন। যখন ব্যর্থ হবে সেখান থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, সেটা ওঁকে জানতে দিন। এই বয়সে ব্যর্থতা আসবেই। তখন যে সমালোচনা আসবে, সেগুলো কীভাবে সামলাতে হয়, সেগুলো ওঁকে শিখতে হবে।’
শাস্ত্রীর কথায়, ‘পরের ইনিংসেই দেখবেন বৈভব যখন ব্যাট করতে আসবে। বোলাররা অন্য টেকনিক নেবে। তুমি যদি প্রথম বলে ছক্কা মারো, তাহলে বোলাররা তো আর চুপ করে থাকবে না।’ এরপরই শাস্ত্রীর সংযোজন, ‘বোলাররা একবারও ভেবে দেখবে না তোমার বয়স ১৪ না ১২। এই সার্কিটে খেলতে যখন এসেছো তখন এগুলো সামলাতে হবে। এই বিষয়টার সঙ্গেও অভ্যস্ত হতে হবে বৈভবকে।’
সোমবারের ম্যাচে গুজরাট প্রথমে ব্যাট করে তুলেছিল ২০৯। গিল করেন ৮৪। বাটলার অপরাজিত থাকেন ৫০ রানে। রানটা রাজস্থান ১৫.৫ ওভারেই তুলে নেয়। বৈভব করে ৩৮ বলে ১০১। ইনিংস সাজানো ছিল সাতটি চার ও এগারোটি ছয়ে। যশস্বী অপরাজিত থাকেন ৭০ রানে। প্রথম উইকেটেই উঠে যায় ১৬৬ রান।
