আজকাল ওয়েবডেস্ক:‌ বাকিবুর রহমান ও জ্যোতিপ্রিয় মল্লিককে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে ইডি। রেশন দুর্নীতি বন্টন মামলায় বাকিবুর গ্রেপ্তার হন কিছুদিন আগে। শুক্রবার ভোর রাতে ইডি গ্রেপ্তার করেছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। ইডি সূত্রে খবর, দু’‌জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।  শুক্রবার জোকায় ইএসআই হাসপাতালে জ্যোতিপ্রিয়কে নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্যপরীক্ষার জন্য। সেখান থেকে তোলা হবে আদালতে। ইডি তাঁকে নিজেদের হেফাজতে রাখার আবেদন জানাবে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। হেফাজতে নেওয়ার পর প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বাকিবুরকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনার কথা জানা গিয়েছে ইডি সূত্রে। তাঁরা একে অপরকে কীভাবে চেনেন, দু’জনের সম্পর্ক কী, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। রেশন নিয়ে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তাতে কে কে জড়িত, টাকার ভাগ–বাঁটোয়ারা কীভাবে হয়েছে–তা নিয়েও বাকিবুর–জ্যোতিপ্রিয়কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ইডি সূত্রে খবর।