আজকাল ওয়েবডেস্ক: ওয়াংখেড়েতে রানের উইকেট। সোমবার মুখোমুখি কেকেআর–মুম্বই। মুখোমুখি সাক্ষাতে এখনও অবধি মুম্বই জিতেছে ২৩ ম্যাচ। কলকাতা ১১।
কেমন থাকবে আবহাওয়া। খেলায় বৃষ্টি বিঘ্ন ঘটাবে না তো? আকুওয়েদারের রিপোর্ট বলছে, সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা ৮৩ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা ১০ শতাংশ। অর্থাৎ, বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও ২৬ ডিগ্রি সেলসিয়াস। ৯ থেকে ১৩ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বাতাস বইবে। আকাশ মেঘলা থাকলে আপেক্ষিক আর্দ্রতাও বাড়বে। সে ক্ষেত্রে ক্রিকেটারদের খেলতে সমস্যা হবে।
হাওয়া অফিস বলছে, খেলা শুরুর সময় তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি। খেলা শেষের সময় সেটাই এসে দাঁড়াতে পারে ৩০ ডিগ্রিতে। আপেক্ষিক আর্দ্রতা ৩৯ থেকে ৫২ শতাংশ থাকার সম্ভাবনা।
এটা ঘটনা, চলতি আইপিএলে রাতের ম্যাচে দেখা গিয়েছে শিশিরের প্রভাব। ফলে দ্বিতীয় ইনিংসে যে দল বল করছে সেই দল সমস্যায় পড়ছে। বল ধরতে সমস্যা হচ্ছে বোলারদের। ওয়াংখেড়েতে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকলে শিশির পড়ার সম্ভাবনা বাড়বে। এর ফলে টস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অর্থাৎ টস জেতা দল শুরুতে ব্যাটই করতে চাইবে।
