আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন টেস্ট হেরে গিয়েছে ভারত। সিরিজে অস্ট্রেলিয়া ২–১ এগিয়ে। শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে বর্ডার গাভাসকার ট্রফির শেষ টেস্ট। খেলা হবে সিডনিতে। সিরিজ ড্র রাখতে হলে এই টেস্ট জিততেই হবে ভারতকে। কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সিডনিতে।
হাওয়া অফিস জানাচ্ছে, সিডনি টেস্টের শেষ দু’দিন রয়েছে ভাল বৃষ্টির সম্ভাবনা। আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, টেস্ট ম্যাচের পাঁচ দিন সিডনির তাপমাত্রা থাকবে ১৯ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, খেলা শুরুর দিন অর্থাৎ আগামী ৩ জানুয়ারি শুক্রবার সিডনির আকাশ থাকবে পরিষ্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ এবং ২০ ডিগ্রি সেলসিয়াস। ম্যাচের দ্বিতীয় দিন শনিবার, ৪ জানুয়ারি সিডনির আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ এবং ২১ ডিগ্রি সেলসিয়াস। ম্যাচের তৃতীয় দিন রবিবার, ৫ জানুয়ারি সিডনির আকাশে মেঘের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। সে দিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৪ এবং ২২ ডিগ্রি সেলসিয়াস। বিকেলের পর হালকা বৃষ্টি হতে পারে। ম্যাচের চতুর্থ দিন সোমবার, ৬ জানুয়ারিও মেঘাচ্ছন্ন থাকবে সিডনির আকাশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৪ এবং ২২ ডিগ্রি সেলসিয়াস। বিকেলের দিকে বৃষ্টি হতে পারে সোমবারও। শেষ দিন আগামী মঙ্গলবার ৭ জানুয়ারি মেঘে ঢাকা থাকবে সিডনি। সকালের দিকে বৃষ্টি না হলেও দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সে দিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ এবং ১৯ ডিগ্রি সেলসিয়াস। শেষ দিন খেলা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও রয়েছে। ম্যাচের পাঁচ দিনই সিডনিতে হাওয়ার গতিবেগ থাকবে বেশি। প্রথম চার দিন হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ২০ থেকে ২৪ কিলোমিটার। শেষ দিন তা বৃদ্ধি পেয়ে হতে পারে ঘণ্টায় ৩২ কিলোমিটার। বইতে পারে ঝোড়ো হাওয়া।
প্রথমদিন বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ থাকলেও দ্বিতীয়দিন তা কমে দাঁড়াবে ৫ শতাংশে। তবে চতুর্থদিন রাতে সিডনিতে ভাল বৃষ্টির সম্ভাবনা থাকছে।
