আজকাল ওয়েবডেস্ক: তাপপ্রবাহের দীর্ঘ স্পেল চলার পর স্বস্তির বৃষ্টি দিল্লিতে। রাজধানীর একাধিক অংশ ছাড়াও বৃষ্টিতে স্বস্তি পেলেন গুরুগ্রামের বাসিন্দারা। শুক্রবার সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আইএমডি পূর্বাভাসে জানিয়েছিল, এদিন দিল্লির একাধিক অংশে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কিছুদিন আগেই দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। লাগাতার কয়েকদিন ধরেই তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে ছিল। গরমে হাঁসফাঁস অবস্থা ছিল দিল্লিবাসীর। শুক্রবারের বৃষ্টি রাজধানীবাসীকে সাময়িক স্বস্তি দিল। সন্ধের দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিল্লিতে।
কিছুদিন আগেই দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। লাগাতার কয়েকদিন ধরেই তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে ছিল। গরমে হাঁসফাঁস অবস্থা ছিল দিল্লিবাসীর। শুক্রবারের বৃষ্টি রাজধানীবাসীকে সাময়িক স্বস্তি দিল। সন্ধের দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিল্লিতে।
