আজকাল ওয়েবডেস্ক:‌ রোহিত শর্মাদের হেড কোচ থাকতে আর আগ্রহী নন রাহুল দ্রাবিড়। সূত্রের খবর, দ্রাবিড় আর নিজের চুক্তি বাড়াতে আগ্রহী নন। বিশ্বকাপের পরেই তাঁর চুক্তি শেষ হয়েছে। সূত্রের খবর, টিম ইন্ডিয়ার পরবর্তী হেড কোচ হতে পারেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ। প্রসঙ্গত, ভারত–অস্ট্রেলিয়া টি২০ সিরিজে লক্ষ্মণই রয়েছেন কোচের দায়িত্বে।
প্রসঙ্গত, ২০২১ সালের নভেম্বরে টিম ইন্ডিয়ার হেড কোচ হয়েছিলেন দ্রাবিড়। তাঁর কোচিংয়ে ভারত জিতেছে এশিয়া কাপ। তবে টি২০ বিশ্বকাপ সেমিফাইনাল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও সদ্য বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারতে হয়েছে। ঘরের মাঠে একাধিক সিরিজ অবশ্য দ্রাবিড়ের কোচিংয়ে জিতেছে ভারত। কিন্তু আইসিসি ট্রফি অধরাই থেকে গেছে। এদিকে বোর্ড সূত্রে খবর, লক্ষ্মণ হেড কোচের পদে আগ্রহ দেখিয়েছেন। বর্তমানে তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান। লক্ষ্মণ কোচ হলে দ্রাবিড় ফের আসতে পারেন এনসিএ প্রধানের দায়িত্বে।