আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে দুঃসংবাদ রাজস্থান রয়্যালস শিবিরে। চোটের জন্য প্রি সিজন প্রস্তুতিতে যোগ দিতে পারছেন না হেড কোচ রাহুল দ্রাবিড়। ফ্রাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, বেঙ্গালুরুতে ক্রিকেট খেলতে গিয়ে বাঁ পায়ে চোট পেয়েছেন রাহুল। রাজস্থান ফ্রাঞ্চাইজি সোশ্যাল মিডিয়ায় রাহুলের একটি ছবি পোস্ট করেছে। যে ছবিতে দেখা যাচ্ছে, রাহুলের বাঁ পায়ে রয়েছে প্লাস্টার। ক্যাপশনে ফ্রাঞ্চাইজি লিখেছে, ‘‌বেঙ্গালুরুতে ক্রিকেট খেলতে গিয়ে বাঁ পায়ে চোট পেয়েছেন হেড কোচ রাহুল দ্রাবিড়। তবে দ্রুত সুস্থ হচ্ছেন দ্রাবিড়। শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন।’‌


জানা গেছে, বুধবারই সম্ভবত জয়পুরে রাজস্থান রয়্যালসের প্রস্তুতি শিবিরে যোগ দেবেন রাহুল।


প্রসঙ্গত, ২০২৪ সালে রাহুলের কোচিংয়েই টি২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপরই তিনি দায়িত্ব ছাড়েন। হয়ে যান রাজস্থান রয়্যালসের হেড কোচ। 


এদিকে, রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন ভূয়সী প্রশংসা করেছেন ১৩ বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশীর। নিলামে বৈভবকে ১ কোটি ১০ লক্ষ টাকায় কিনেছিল রাজস্থান। ২০১১ সালের ২৭ মার্চ বিহারে জন্ম বৈভবের। আইপিএলের ইতিহাসে বৈভবই সবচেয়ে কমবয়সী ক্রিকেটার। ইতিমধ্যেই অনূর্ধ্ব একাধিক টুর্নামেন্ট ও ঘরোয়া ক্রিকেটে নিজেকে চিনিয়েছে ব্যাটার বৈভব।