আজকাল ওয়েবডেস্ক: সেমিফাইনাল খেলতে সোমবারই মুম্বই পৌঁছে গেছে টিম ইন্ডিয়া। সোমবার ছিল অপশনাল অনুশীলন। টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের মাঠে আসতে দেখা যায়নি। তবে সোমবার মুম্বই এসেই ওয়াংখেড়ে চলে আসেন হেড কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরস মামব্রে ও ফিল্ডিং কোচ টি দিলীপ। কাজ ছিল পিচ পরিদর্শন করা। সোশ্যাল মিডিয়ায় সেমিফাইনাল ম্যাচের পিচের ছবিও এসে গিয়েছে। তাতে দেখা যাচ্ছে, ২২ গজে রয়েছে সবুজের আভা। যদিও তাতে টিম ইন্ডিয়ার চিন্তিত হওয়ার অতটা কারণও নেই। কারণ সামি, সিরাজ ও বুমরা আছেন দুরন্ত ছন্দে। উল্টোদিকে বোল্ট, সাউদি, ফার্গুসনরা থাকলেও রোহিতরা ঘাবড়াচ্ছেন না। তবে মুম্বইয়ের এই উইকেটে টস জিতলে যে কোনও অধিনায়ক শুরুতে ব্যাটিং করতে চাইবেন। কারণ পরের দিকে ঠাণ্ডায় শিশির পরলে শুরুর ১০ বা ১৫ ওভার বল মুভমেন্ট করবে বেশি। যা ম্যাচের শুরুতে থাকবে না। বুধবার একটা মারকাটারি ম্যাচের অপেক্ষায় ওয়াংখেড়ে।
