আজকাল ওয়েবডেস্ক: টেনিসকে বিদায় জানাতে চলেছেন রাফায়েল নাদাল। ঘরের মাঠে ডেভিস কাপ খেলেই টেনিসকে চিরবিদায় জানাবেন লাল সুরকির রাজা। ঘরের মাঠে স্পেনের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ী ও অলিম্পিক সোনাজয়ী নাদাল দীর্ঘদিন ধরেই স্পেনের টেনিসের পোস্টার বয়। গত দু’দশক ধরে টেনিসকে শাসন করে এসেছেন ফেডেরার, নাদাল ও জকোভিচ। প্রথম জন আগেই অবসর নিয়েছেন। এবার নাদালের পালা। এখনও খেলে চলেছেন জকোভিচ।
৩৮ বছরের তারকা দীর্ঘদিন ধরেই চোটের কবলে রয়েছেন। একাধিক টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছেন। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে স্পেন বনাম নেদারল্যান্ডস ডেভিস কাপ। ২০১৯ সালের পর স্পেন আর ডেভিস কাপ জিততে পারেনি। এবার স্পেনের বড় ভরসা নাদাল, তরুণ আলকারাজ ও মার্সেল গ্রনোলারস। নাদাল দেশের হয়ে চার বার ডেভিস কাপ জিতেছেন। আর মঙ্গলবারই শেষ ম্যাচ খেলতে চলেছেন তিনি।
ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে স্পেন খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে নাদালের অন্যতম প্রতিপক্ষ রজার ফেডেরার আহেগঘন বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘এবার তোমার টেনিসের পড়াশোনা শেষ হতে চলল। আবেগপ্রবণ হয়ে যাওয়ার আগে কয়েকটা কথা সেরে রাখি। শুরুটা করা যাক, দুজনের লড়াই থেকেই। তুমি আমাকে প্রচুর ম্যাচে হারিয়েছ। আমিও তোমায় অত হারাতে পারিনি। যেভাবে তুমি আমাকে প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছ, তার আশেপাশে কেউ ছিল না। বিশেষ করে ক্লে কোর্টে খেলতে নামলে মনে হত, তোমার ডেরায় ঢুকলাম। তোমার জন্য আমাকে খেলা নিয়ে ভাবনাচিন্তা বদলাতে হয়েছে। এমনকী ভাবতাম, যদি র্যাকেটটা আরও বড় করে তোমার বিরুদ্ধে জেতা যায়।’ রজারের আরও সংযোজন, ‘তোমার জন্যই টেনিসকে সব থেকে বেশি উপভোগ করেছি।’
