আজকাল ওয়েবডেস্ক: মার্কিন ও ব্রিটিশ যৌথ হামলার নিন্দায় ইয়েমেনের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে হাজার হাজার ইয়েমেনি।
হামলার কয়েক ঘণ্টা পর বিক্ষোভকারীরা এটা স্পষ্ট করে দিয়েছে যে, তারা বিমান হামলাকে ভয় পায় না। আমেরিকা ও ব্রিটেনের সকল হুমকি সত্ত্বেও তারা তাদের বিক্ষোভ অব্যাহত রাখবে এবং প্যালেস্টাইনি জনগণের প্রতি তাদের অনড় সমর্থন থাকবে বলে জানানো হয়েছে। যদিও ইয়েমেনে এই ধরনের গণবিক্ষোভ অস্বাভাবিক নয়। তবে শুক্রবারের বিক্ষোভ অবশ্যই ব্যতিক্রম। এটা ঘটনা, এই দেশে বেকারত্বের হার বেশি। তাই মানুষকে রাস্তায় বের করা তুলনামূলকভাবে সহজ। তাছাড়া এখানে একটি শক্তিশালী ধর্মীয় এবং পশ্চিমী দেশ বিরোধী ফ্যাক্টর রয়েছে। হুথি গোষ্ঠী বরাবরই ইজরায়েলের শত্রু। ২০১৪ সালে হুথি গোষ্ঠী ইয়েমেনের বেশিরভাগ অংশ দখল করে এবং ইরানের সঙ্গে জোট গঠন করে। এরপর তাদের ইজরায়েল বিরোধিতা আরও বেড়ে যায়।
হামলার কয়েক ঘণ্টা পর বিক্ষোভকারীরা এটা স্পষ্ট করে দিয়েছে যে, তারা বিমান হামলাকে ভয় পায় না। আমেরিকা ও ব্রিটেনের সকল হুমকি সত্ত্বেও তারা তাদের বিক্ষোভ অব্যাহত রাখবে এবং প্যালেস্টাইনি জনগণের প্রতি তাদের অনড় সমর্থন থাকবে বলে জানানো হয়েছে। যদিও ইয়েমেনে এই ধরনের গণবিক্ষোভ অস্বাভাবিক নয়। তবে শুক্রবারের বিক্ষোভ অবশ্যই ব্যতিক্রম। এটা ঘটনা, এই দেশে বেকারত্বের হার বেশি। তাই মানুষকে রাস্তায় বের করা তুলনামূলকভাবে সহজ। তাছাড়া এখানে একটি শক্তিশালী ধর্মীয় এবং পশ্চিমী দেশ বিরোধী ফ্যাক্টর রয়েছে। হুথি গোষ্ঠী বরাবরই ইজরায়েলের শত্রু। ২০১৪ সালে হুথি গোষ্ঠী ইয়েমেনের বেশিরভাগ অংশ দখল করে এবং ইরানের সঙ্গে জোট গঠন করে। এরপর তাদের ইজরায়েল বিরোধিতা আরও বেড়ে যায়।
