বলিউডে মাঝে মাঝে এমন মুহূর্ত আসে, যা কেবল একটা পারফরম্যান্স নয়, হয়ে ওঠে প্রজন্মের সংযোগের প্রতীক। ঠিক তেমনটাই ঘটল জাফরি পরিবারে। অভিনেতা মিজান জাফরি সম্প্রতি নিজের বাবা, জনপ্রিয় অভিনেতা তথা পারফর্মার জাভেদ জাফরির সঙ্গে একসঙ্গে নাচলেন। গানের নাম ‘৩ শখ’। ফলাফল? সোশ্যাল মিডিয়ায় আগুন লাগানো এক “মন ভরানো মুহূর্ত”।

 

ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করে মিজান লিখেছেন, “এটা শুধু কোনও নাচ নয়, একটা স্বপ্নপূরণ। ছোটবেলায় যাঁর পারফর্ম্যান্স দেখে অনুপ্রাণিত হতাম, আজ তাঁর সঙ্গে এক পর্দায়। জীবনের বৃত্তটা যেন সম্পূর্ণ হয়ে গেল।”

 

নাচের শেষে মিজান হঠাৎই করে ফেলেন অজয় দেবগণেরর সেই কিংবদন্তি ‘লেগ-স্প্লিট’ পোজ, যেখানে অজয় দু'টি গাড়ির উপর দু' পা ফাঁক করে  দাঁড়িয়ে তৈরি করেছিলেন বলিউডের ইতিহাস। আর পাশে বাবার মতো নৃত্যগুরু জাভেদ জাফরি,  দুই প্রজন্মের তাল মিলিয়ে যাওয়া এই দৃশ্য মুহূর্তে ভাইরাল।

 

 

বলিউডপ্রেমীরা বলছেন,  “এই তো প্রকৃত বলিউড মেজাজ! যেখানে ঐতিহ্য, প্রতিভা আর আবেগ মিশে যায় এক ফ্রেমে।” কেউ বা লিখেছেন, “নাচটা যে জিনগত, তা প্রমাণ হয়ে গেল!” কেউ আবার বলেছেন, “ বলিউডে জাভেদ জাফরির উত্তরসূরি এসে গিয়েছে!”

জাভেদ জাফরি, যিনি নয়ের দশকে বলিউডে নাচের মানচিত্র পালটে দিয়েছিলেন, তাঁর ছেলে মিজান জাফরি। ‘মলাল’ ও ‘ হাঙ্গামা ২’ খ্যাত অভিনেতা সেই উত্তরাধিকারকেই যেন নতুন যুগের ছন্দে ফের জীবন্ত করলেন।

 

শেষ দৃশ্যে বাবা-ছেলের একসঙ্গে হাসিমুখে তাকানোটাই যেন এই গল্পের আসল সারমর্ম, বলিউডে কখনও কখনও জীবনই হয়ে ওঠে সিনেমা, আর সিনেমা ছুঁয়ে ফেলে জীবনকে।

 

‘দে দে পেয়ার দে ২’এ মাধবন এবং অজয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আরও কয়েকজন জনপ্রিয় অভিনেতাকে। ছবিতে তিনি অভিনয় করেছেন অজয়ের অনস্ক্রিন প্রেমিকার বাবার ভূমিকায়। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অভিনেতা জানান, এই চরিত্রটি করা তাঁর কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা ছিল।মাধবনের কথায়, “এর আগে কখনও বাবার চরিত্রে অভিনয় করিনি, তাই বেশ নার্ভাস ছিলাম। বিশেষ করে অজয় দেবগণের মতো একজন তারকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা সহজ নয়। আমি অনেক অভিনেতাকে দেখেছি যারা সেটে এসে খুব ব্যস্ত থাকেন, কিন্তু অজয় স্যর সবসময় সম্পূর্ণভাবে কাজের মধ্যে নিমজ্জিত থাকেন। তিনি মনোযোগী। সেটে আমরা সবাই এক ধরনের সংযোগ অনুভব করতাম।” মাধবন নয়া সংযোজন হলেও, বলিউডের এই ফ্র্যাঞ্চাইজিতে অজয় যে দ্বিতীয়বার হাজির হচ্ছেন তা বলাই বাহুল্য।