আজকাল ওয়েবডেস্ক:‌ জম্মু–কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের অন্তত ৩০টি ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। 
কিরু জলবিদ্যুৎ প্রকল্পে ৩০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি কাণ্ডে বৃহস্পতিবার দিল্লি ও কাশ্মীরের অন্তত ৩০ জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। যার মধ্যে সত্যপাল মালিকের বাড়িও রয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কাশ্মীরের রাজ্যপাল থাকাকালীন ২২০০ কোটি টাকার সেচ প্রকল্পে ৩০০ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন তিনি। গত বছরই এই ঘটনায় সত্যপাল মালিক সহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছিল সিবিআই। যার তদন্ত চলছে।
এদিন সিবিআইয়ের অন্তত ১০০ জন আধিকারিক একাধিক দলে ভাগ হয়ে নানা জায়গায় তল্লাশি চালাচ্ছে। এদিকে অসুস্থ সত্যপাল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি টুইট করেছেন, ‘‌অসুস্থ রয়েছি। তবুও আমার বাড়িতে তল্লাশি চলছে। আমার গাড়ি চালক ও বাকিদের হেনস্থা করা হচ্ছে। তবে এসবে ভীত নই। কৃষকদের সঙ্গে আমি আছি।’‌