আজকাল ওয়েবডেস্ক: বাড়ি থেকে উদ্ধার হল পুলিশকর্মীর ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়াল পর্ণশ্রী এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত পুলিশ কর্মীর নাম পুলক দত্ত। বেহালার পর্ণশ্রী থানা এলাকার একটি বাড়িতে স্ত্রী–মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন তিনি। সোমবার রাতে বাড়িতে একাই ছিলেন ওই পুলিশকর্মী। পরিবারের লোকেরা ফিরে একাধিকবার ডাকাডাকি করলেও পুলকবাবু সাড়া দেননি। এরপর খবর যায় পর্ণশ্রী থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ। ঘরের দরজা ভাঙতেই উদ্ধার হয় পুলিশকর্মীর ঝুলন্ত দেহ। কী কারণে তিনি আত্মঘাতী হলেন তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তে।
