আজকাল ওয়েবডেস্ক: ফ্রান্স সফর শেষ করে আমেরিকা পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবারই তিনি বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। বৃহস্পতিবার আমেরিকায় পৌঁছনোর মোদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ‘কিছুক্ষণ আগে ওয়াশিংটনে নামলাম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য এবং ভারত–আমেরিকা আন্তর্জাতিক কৌশলগত বোঝাপড়ার ক্ষেত্র প্রস্তুত করার জন্য মুখিয়ে রয়েছি।’ মোদি জানান এই দুই দেশ বিশ্বের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের জন্য কাজ করে যাবে।
এদিকে, বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান মার্কিন আধিকারিক ও আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয়মোহন কোয়াত্রা।
জানা গেছে, দু’দিনের আমেরিকা সফরে ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে থাকবেন মোদি। এদিকে, মোদি ব্লেয়ার হাউসে যাচ্ছেন শুনে বহু অনাবাসী ভারতীয় সেখানে জড়ো হন। তাঁদের হাতে ধরা ছিল আমেরিকা এবং ভারতের পতাকা। মোদি তাঁদের সঙ্গে দেখা করেন। এদিকে, ওয়াশিংটনে পৌঁছেই আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থার ডিরেক্টর তুলসী গাবার্ডের সঙ্গে দেখা করেন মোদি।
প্রসঙ্গত, দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশ করার পর এই প্রথম ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চলেছেন মোদি। তবে ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ইতিমধ্যেই তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লা। মোদি চতুর্থ রাষ্ট্রপ্রধান হিসেবে দেখা করতে চলেছেন।
